আমাদের কথা খুঁজে নিন

   

পিতা-পুত্র

সাময়িক বিরতিতে;দাউ দাউ জ্বলবে চিতা... তুমি পুত্র আগুন দেবে পুঁড়বো আমি পিতা। দৃশ্যমান ভস্ম হবো, নিমিষেই পুঁড়ে হবো ছাঁই তুমিও পিতা হবে তোমারও চিতায় হবে ঠাঁই। যে রমনী তোমার জননী হলো তার বিদায়ের বেলা ফুলেল শুভেচ্ছায় জ্বালাবে আগুন, কি নিঠুর খেলা। শোকে তোমার বুকে সাগর ফেনিত জলোচ্ছাস পুত্র হয়েছে তাই আগুন দিবে চিতায়, এইতো পরিহাস। বিরতি শেষে জননী এসে আবার টেনে নিবে বুকে শত কোটি চুম্বন আশীর্বাদ স্বরুপ ওই চাঁদ মুখে। অবাক বিষ্ময় পিতা চেয়ে রয় পুত্রের মুখ পানে পুত্র হওয়ার কি বেদনা পিতাও তাহা জানে। ভেঙ্গে নিরবতা হে বিধাতা চিতায় দিও না ফিরে কি খেলা খেল নিরবে তুমি এই পৃথিবী ঘিরে?? ............................. সেবু মোস্তাফিজ মামবি প্রজাপাড়া পীরগঞ্জ-রংপুর। ১৬.০৫.১২ সন্ধ্যা ৬টা ৩৫মিনিট।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।