আমাদের কথা খুঁজে নিন

   

আর কি বাকী থাকল

চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনরত বেসরকারি প্রাথমিক শিক্ষকদের লাঠিপেটা করেছে পুলিশ। এ সময় তাঁদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে শাহবাগ এলাকায় এ ঘটনা ঘটে। প্রতিবাদে শিক্ষকেরা জাতীয় গণগ্রন্থাগারের সামনে অবস্থান নিয়েছেন। এতে বিশ্ববিদ্যালয়মুখী যানচলাচল বন্ধ হয়ে গেছে।

কয়েকজনকে আটক করে পুলিশ শাহবাগ থানায় নিয়ে যায়। আন্দোলনরত শিক্ষকেরা জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী বেসরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের ডাকে গতকাল সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস না পাওয়ায় তাঁরা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার উদ্দেশে মিছিল নিয়ে বের হন। দুপুরে মিছিলটি শাহবাগের গণগ্রন্থাগারের সামনে পৌঁছলে পুলিশ এতে বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের ধাক্কাধাক্কি হয়।

একপর্যায়ে পুলিশ শিক্ষকদের সরিয়ে দেওয়ার জন্য জলকামান থেকে গরম পানি ছোড়ে। প্রচণ্ড গরমের সঙ্গে জলকামানের পানিতে বেশ কয়েকজন শিক্ষক আহত হন। দুজনকে পুলিশের গাড়িতে করে হাসপাতালে নেওয়া হয়। একপর্যায়ে বেশকিছু শিক্ষক শাহবাগ মোড়ে অবস্থান নিলে গাড়ি চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। এ সময় শিক্ষকদের লাঠিপেটা ও মারধর করে পুলিশ।

এতে এক শিক্ষক মারা গেছেন বলে গুজব ছড়িয়ে পড়লে আন্দোলনরত শিক্ষকেরা ক্ষুব্ধ হয়ে গণগ্রন্থাগারের সামনে রাস্তা বন্ধ করে অবস্থান নেন। পরে জানা যায়, কোনো শিক্ষক মারা যাননি। পরিষদের সদস্যসচিব আবদুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, পুলিশের লাঠিপেটা ও গরম জলে পাঁচজন শিক্ষক আহত হয়েছেন। তিনি আরও বলেন, কাল বুধবার দুপুর ১২টা পর্যন্ত শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করা হবে। সেখান থেকে পরবর্তী কঠোর কর্মসূচি দেওয়া হবে।

একটি সূত্র জানিয়েছে, শিক্ষকেরা বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার আন্দোলনে যাচ্ছেন। সুত্র ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।