ঃঃঃঃ চল বহুদূরে...নির্জনে আড়ালে লুকোই...ঃঃঃ উদ্ভ্রান্ত হয়ে ছুটোছুটি লক্ষ্যহীন সীমানায় অজানা বাঁকে হারিয়ে পথ, সুবিশাল গাছের নিচে নেমে আসে আঁধার ধীরে ধীরে মেঘ রঙ বদলায়, আকাশের নীল হয়ে আসে ক্রমশ কালো। উদ্ভ্রান্ত পথিকবর, ঝিঁঝিঁর ডাক সেলসম বিঁধে হিমশীতল হৃদয়ে সংকীর্ণ মন, বাস্তবে ফিরে আসে দুরুদুরু বুকে সময় বয়ে যায়, বেঁচে থাকার তাড়নায় ঘোর আঁধারের মাঝে টিপটিপি পায়ে পারাপার, উদ্ভ্রান্ত পথিকবর, লক্ষ্যহীন সীমানায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।