আমাদের কথা খুঁজে নিন

   

বেসরকারি/মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরি পাওয়ার গাইডলাইন।

সামুর বড় সম্পদ হলেন প্রবাসী ব্লগাররা। তারা সবসময়ই বিদেশে পড়াশুনার ব্যপারে আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে চলেছেন। আমরা তাঁদের কাছে এজন্য কৃতজ্ঞ। তারা প্রবাস জীবনের এত ব্যস্ততার মধ্যে কিভাবে এত সময় পান জানিনা, কিন্তু এটা জানি যে এসব তথ্য অনেক সময় পয়সা খরচ করেও পাওয়া যায়না। তবে সবাই বিদেশ যেতে চায়না।

অনেকের যাওয়ার সামর্থ নেই, অনেকের ইচ্ছা নেই। আমাদের মধ্যে অনেকেই দেশে চাকরি করেই জীবন কাটাবেন। তাদের জন্য বেশি দরকার চাকরির তথ্য। সরকারি চাকরির তথ্য পেপার পত্রিকার কল্যাণে মোটামুটি সহজলভ্য। তাদের সিলেকশন প্রসেসটাও সাধাসিধা।

সরকারি চাকুরির অনেক গাইডবই আছে, কোচিং আছে। সমস্যা হলো বেসরকারি চাকুরি পাওয়ার কোনো গাইডলাইন নাই। সামুর ব্লগাররা যারা বিভিন্ন বেসরকারি/মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরি করেন, তারা আমাদেরকে গাইডলাইন দিতে পারেন এ ব্যপারে। কিছু পয়েন্ট আমি উল্লেখ করতে পারি। ১।

ইংরেজি অথবা অন্য ভাষা জানার প্রয়োজনীয়তা। ২। লিংক-রেফারেন্সের গুরুত্ব। ৩। একাডেমিক রেজাল্টের গুরুত্ব।

৪। চাকুরির সুবিধা+অসুবিধা। ৫। সরকারি চাকুরির সাথে মিল/পার্থক্য। ৬।

রিক্রুটমেন্ট প্রসেস। ৭। আরো যা যা লাগে। যেখানে বেসরকারি ইউনিভার্সিটির পর্যন্ত ভর্তি গাইড আছে, সেখানে বেসরকারি চাকুরির জন্য কিছু নাই অথচ আমাদের বড় একটা অংশের গতি সেখানেই হবে। তাই আসুন যে যা জানি শেয়ার করি।

কেউ যদি এরকম কোন পোষ্টের ব্যপারে জানেন তাহলে দয়া করে কমেন্টে লিন্ক দিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।