আমাদের কথা খুঁজে নিন

   

ছবি ব্লগঃ মহেশখালি আর হিমছড়ি ঘুরে এসে... ...

অপেক্ষায় আছি সেই পলিনেশিয়ান তরুণীর যার বাম কানে সাঁজানো লাল জবা... আমি এবং আমার কলিগ ছোটভাই হুট করে প্ল্যান করে ফেললাম কুয়াকাটা যাবো। কক্সবাজার সমুদ্র সৈকত আমার মোটেও পছন্দের নয়, কুয়াকাটাকে অনেক বেশি অগোছালো মনে হয় বলেই যাবার ইচ্ছে। বিকেলে ফোন করে কুয়াকাটায় হোটেল বুকিং দেয়া হলো। সকালে গিয়ে প্রথমত কুয়াকাটার বাস পেলামনা, দ্বিতীয়ত বরিশাল গিয়ে কুয়াকাটা যাবার ব্যবস্থা আদৌ করা যাবে কী না তা নিয়ে দ্বিধান্বিত ছিলাম। শেষে মন্দের ভালো কক্সবাজার যাবার জন্য টিকেট কাটতে গিয়ে আরেক বিপত্তি।

টিকেট নেই, কারণ বাস নেই। বেলা তখন প্রায় বারোটা। শেষে সোহাগের টিকেট পাওয়া গেল সকাল আটটার বাস কোন কারনে লেট হয়েছে বলে। ঢাকা থেকে বারোটায় বাস ছেড়ে হোটেল সি প্যালেসের সামনে নামলাম রাত সাড়ে তিনটায়। পনেরো ঘন্টা! মাত্র একটা দিন থেকেছি, ঘুরেছি মহেশখালি আর হিমছড়ি।

ওখানকার কিছু ছবি। লজ্জার কথা ছবিগুলো আমার তোলা। অ্যামেচার ফটোগ্রাফারের ছবি তোলার চেষ্টা দেখতে আমন্ত্রন- রাতের কক্সবাজার হিমছড়ি; ৩০০ ফুট উপর থেকে দেখা সাগরের বাঁক মহেশখালি আদিনাথ মন্দিরে দেখা নাম না জানা গাতক। চমৎকার কন্ঠ! সাক্ষী মহেশখালি আদিনাথ মন্দির থেকে দেখা জেটি সিড়ি বুঁনট ধ্যান সৌম্য এখানে সম্ভবত বৌদ্ধ সন্যাসীরা থাকেন সন্যাসঘরের জানালা উপরের ওনারা সম্ভবত বৌদ্ধ্য ধর্মাবলম্বিদের দেবতা সব মিলিয়ে অল্প সময়ে ঘোরাঘুরি নিতান্ত কম হয়নি। চমৎকার দু'টো দিন কেটেছে আর মনে হয়েছে জীবনটা এভাবেই যদি কেটে যেত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।