এসো ভাই , তোলো হাই , শুয়ে পড়ো চিত, অনিশ্চিত এ সংসারে এ কথা নিশ্চিত - জগতে সকলই মিথ্যা , সব মায়াময়, স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয়। "মানুষ মাত্রই ভুল করে।" যেহেতু র্যাব ভুল করে লিমনের পায়ে গুলি করে তাকে পঙ্গু করেছিল, সেহেতু র্যাব মানুষ। "মানুষ মরণশীল।" যেহেতু লিমনকে র্যাব গুলি করার পরও সে মারা যায়নাই, সেহেতু লিমন মানুষ নয়। সুতরাং আমরা সিদ্ধান্তে আসতে পারি লিমন মানুষ না হওয়ার কারণে মানবাধিকার তার জন্যে প্রযোজ্য নয়। "ল্যাঞ্জা ইজ ভেরি ডিফিকাল্ট থিং টু হাইড।" যেহেতু অনেক কষ্টে লুকিয়ে রাখার পরও মিজান সাহেবের একটু করে ল্যাঞ্জা বের হয়ে গেছে সেহেতু আমরা মিজান সাহেবকে ছোট ল্যাঞ্জাধারী প্রাণী শুয়োরের সাথে তুলনা করতেই পারি। আর উনি যেহেতু খুব সম্মানী লোক তাই উনাকে সরাসরি শুয়োর না বলে আদর করে ডাকলাম শুয়োরের বাচ্ছা......।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।