আমাদের কথা খুঁজে নিন

   

3D MAX না MAYA

এই বিষয় নিয়ে এর আগেও কিছু পোস্ট করেছিলাম কিন্তু আশানুরুপ কোন সারা পাইনি তাই আবার লিখলাম। আগের পোস্ট গুলোতে 3D MAX শিখতে চাই শিরনামে লিখেছিলাম। তেমন কোন উত্তর পাইনি। আবার অনেকে বললো ভাই মাক্স শিখবেন কেন মাক্স থেকে মায়া শিখেন একটু ইজি। আমি মাক্স ও জানিনা আর মায়া ও জানিনা তাই আমার কাছে ২টাই আনইজি। জানার জন্য নিলক্ষেত থেকে মাক্স ও মায়া বাংলা বই কিনলাম, তবে বইগুলো পুরাতন ভারসনের সাথে সিডি ও পেলাম, আমার ভালই হলো কারন আমার পিসি কনফিগ্রাশন বেশি একটা হাই না। সব কিছু ঠিকঠাক মত চালু করলাম সিডিতে সব কিছু করা আছে আর যেখান যেখান থেকে বসাতে বললো বসালাম ছোটখাট একটা এনিমেশন হলো কিন্তু আমি রেডিমেট যে কাজটা পেলাম সেটা কিভাবে করলো সেটা কিন্তু শিখতে পারলাম না। তাই কোথায় বা কার কাছে গেলে ভালোমত শিখতে পারবো।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।