আমিও শিশুর মতো/ তারই মতো মেনে নিতে পারি, যতো ব্যাথা না পাবার,/ ততো কাঁদি, ততো ঠুঁকি মাথা,/ যতো ক্ষতে বয়ে চলে- এ জীবনধারা। ছবি তোলার ব্যাপারে বাঙ্গালীদের নাকি জুড়ি মেলা ভার। আমরা বাঙ্গালীরা নাকি বাঘের মূর্তি পেলে এমন ভাবে ছবি তুলি যেন বাঘে পুরোটাই খেয়ে ফেললো। ব্রীজ বা নদী পেলে তো আমরা এমনভাবে ছবি তুলি যাতে ব্রীজটাই স্বয়ং ঢাকা পড়ে যায়। কয়েকদিন আগে এমন একটা সাইটে গিয়েছিলাম যেখানে বিদেশিদের ছবি তোলার পোজ দেখে তো আমার চক্ষু চড়ক গাছ।
এরা তো দেখি আরেক চীজ!। লোভ সামলাতে না পেরে ছবির পোজের কয়েকটা নমুনা দিলাম।
পুরা ফ্যামিলিটাই তো দেখি ডাকাত পরিবার!!
এতো দেখি মানব সিঁড়ি!!
বুঝলাম না, ওনাদের কি আর কোন চেয়ার ছিলোনা?
পোলা-পাইন গাছে উঠলো সমস্যা নাই, বাপ-মায়ের উঠার দরকার কি??
শিকারীটা কে তাতো বুঝলাম, কিন্তু শিকার কোনটা? পাখিটা না স্বামীটা?
উনাদের কি জোর করে বিয়ে দেওয়া হচ্ছে?
মেয়ের পোজে ছেলে!!! পুরাই মাথা নষ্ট!
সুন্দরী আপুদের কোলে মুরগি ক্যান? কিছুই বুঝলাম না!!
কলাটার কপালটাই খারাপ!
অনাগত শিশুর ভবিষ্যত নিয়ে আমি বড়ই চিন্তিত!!
আজব!!!!!!!!!
মন্তব্য নিঃস্প্রয়োজন!!!!
আর পারতাছি না। নিজেরই হাসি পাইতাছে। আপনাদের কেমন লাগলো জানাইয়েন।
আর পারলে ভাবীদের অনুমতি সাপেক্ষে কয়েকটা ইস্পিসাল পোজের ছবি পোষ্টও করতে পারেন।
ছবি: ইন্টারনেট। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।