আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের দুই নীতির মানুষগুলো

স্বপ্নগুলি খুঁজে বেড়াই পথ হারানোর পথ ধরে... মাহমুদুর রহমান গ্রেপ্তারে এখন অনেকে খুব লাফাইতেছে। অথচ যখন মগাচীপ ও অন্যান্য ইসলাম বিদ্বষী কুলাঙ্গারগুলিকে ধরা হল, তখন বাকস্বাধীনতার দোহাই দিয়া কান্নাকাটি শুরু হয়ে গিয়েছিল। ব্লগার গ্রেপ্তার হইলে বাকস্বাধীনতার পুটু মারা যায়, কাল ব্যাজ ঝুলাইতে হয়, আর মাহমুদুর গ্রেপ্তারে বাকস্বাধীনতার পুটু কি রক্ষা পায়? যারা বাকস্বাধীনতার উপরের পুটুরক্ষার মতবাদে বিশ্বাসী, তাদের প্রতি করুনাই রইল। এরা অনেক আগেই নিজেদের পুটু অন্যকে ভাড়া দিয়ে রাখছে। তাই ঠুলি পড়া চোখেই বিচার করে। মাহমুদুর যদি মিথ্যা সংবাদ প্রচার করার কারণে গ্রেপ্তার হতে পারে, তবে ইসলাম বিদ্বেষী কুলাঙ্গার ব্লগাররা, যারা ইসলামের নামে কটাক্ষ, মিথ্যা এবং বিদ্বেষ ছড়ায়, তারা কেন বিচারের সম্মুখীন হতে পারবে না? আইন কি নিজেদের বিপক্ষে গেলেই বাকস্বাধীনতা/মানবাধীকার যায়, আর পক্ষে আসলে ন্যায় প্রতিষ্ঠা পায়? এইসব ঠুলি পরুয়াদের প্রতি রইল একরাশ করুণা। বি.দ্র. এইখানে মাহমুদুরের প্রতি সমবেদনা জানানো হয় নাই। শুধুমাত্র যারা মাহমুদুর এবং মগাচীপের দল - দুই ক্ষেত্রে দুই রকম নীতিতে বিশ্বাসী - তাদের করুণ অবস্থার কথা তুলে ধরা হইছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।