আমাদের কথা খুঁজে নিন

   

চীন, ক্রিকেট দুনিয়ার নতুন অতিথি

ইসলামের পথে থাকতে চেষ্টা করি...। যে দেশটি বিশ্বে সবচাইতে দ্রুত উন্নতি করছে সেই দেশটির নাম চীন। ক্রিকেট বানিজ্যের এই রমরাম যুগে এসে তারা এখন ক্রিকেটেও পিছিয়ে থাকবে কেনো? চীন এখন তাই ক্রিকেট খেলছে পুরোদমে। চীনের ক্রিকেট নিয়ে লিখেছেন বিডিস্পোর্টসনিউজের অতিথি লেখক নাঈম আহমেদ এই শতাব্দীতে এসে নতুন করে খেলা শুরু করলেও চীনের ক্রিকেট ইতিহাস কিন্তু বেশ পুরনো। ১৮৫৮ সালে সাংহাই ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয়, এটি দেশের বৃহত্তম ক্রিকেট ক্লাব, কিন্তু জাতীয় দল হিসাবে স্বীকৃত কোন দল ছিলোনা চীনের।

২০০৪ সালে চীন আইসিসির সহযোগী সদস্য হয়। সেপ্টেম্বর ২০০৫ থেকে এশিয়ান ক্রিকেট কাউন্সিল থেকে সাহায্য নিয়ে চীনা ক্রিকেট আসোসিয়েশান কোচিং পরিচালিনা করছে । চীনে বর্তমানে বেইজিং, সাংহাই, সেনইয়াং, ডালিয়ান, গুয়াংঝোতেও, শেনচেন, চংকিং, তিয়ানজিন এবং জিয়ান এই নয়টি শহরে ক্রিকেট খেলা হচ্ছে। এই শহরগুলোতে বর্তমানে ১৫০ টি স্কুলে ক্রিকেটের যাত্রা শুরু হয়েছে। চীনা ক্রিকেট উন্নয়নে যার ভূমিকা সবচাইতে বেশি, তিনি হলেন আমিনুল ইসলাম বুলবুল চীন ২০১০ এশিয়ান গেমস এ স্বাগতিক দল হিসাবে অংশ নেয়।

গ্রুপ পর্বে আফগানিস্তান, বাংলাদেশ, ওমান, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং আরব আমিরাতের বিরুদ্ধে খেলার অংশ নেয়। বর্তমানে চীনের কোচ হিসেবে আছেন রশিদ খান (পাকিস্তান) এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিল এর উন্নয়ন কর্মকর্তা হিসেবে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। চীনের মহিলা ক্রিকেট দল চীনে বর্তমানে সাত হাজারেরও বেশি সক্রিয় ক্রিকেটার রয়েছে। পুরুষদল এখনো খুব একটা সুবিধা করে উঠতে না পারলেও মেয়েদের দল উন্নতি করছে দ্রুত। আইসিসির সহযোগী সদস্য দেশগুলোর মধ্যে চীনা মহিলা ক্রিকেট দল এখন রানার্সআপ।

আমিনুল ইসলাম বুলবুলের মতে, বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কে ক্রিকেট একটি মাধ্যম হতে পারে। চীন ক্রিকেটে আরো উন্নতি করতে চাইলে তাদের বাংলাদেশ সরকারের সাহায্যের দরকার হবে। তিনি জানান, চীনে শুধু খেলাধুলাভিত্তিক ১৪টি বিশ্ববিদ্যালয় রয়েছে। চীনের ক্রিকেট কে এগিয়ে নিতে চীনা ক্রিকেট অ্যাসোসিয়েশন উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারন করেছে। যার মধ্যে আছে- ২০১৫ সালের মধ্যে ২০০০০ প্লেয়ার এবং ২০০০ কোচ তৈরি ২০১৯ সালের মধ্যে বিশ্বকাপে খেলার জন্য যোগ্যতা অর্জন করা ২০২০ সালের মধ্যে টেস্ট খেলার যোগ্যতা অর্জন করা এক নজরে চীন ক্রিকেট দলঃ- কোচ: রশিদ খান অধিনায়ক: ওয়াং লি নারী কোচ: জী তাও নারী অধিনায়ক: ওয়াং মেং ক্রিকেট দল: ৫২ মাঠ: ৮ টার্ফ উইকেট: ১ ২০০৪ সালে চীন আইসিসির সহযোগী সদস্য হয় চীনের ক্রিকেট তত্বাবধানে আছেন “এশিয়ান ক্রিকেট কাউন্সিল” এর উন্নয়ন কর্মকর্তা: আমিনুল ইসলাম বুলবুল Click This Link  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।