আমাদের কথা খুঁজে নিন

   

মা দিবস এবং রাশিয়ার সর্বকনিষ্ঠ মা রা

যেহেতু আমি রাশিয়ায় থাকি তাই মা দিবসে ভাবলাম ইতিহাস ঘেঁটে দেখি রাশিয়া তে সর্বকনিষ্ঠ মা কারা কারা। এ পর্যন্ত চার জনকে পেলাম। প্রথম জন, এলিজাভেতা গ্রিশেঙ্কা (উচ্চারণ রুশ রীতিতেই লিখলাম)। ডাকনাম লিজা। সময়টা সোভিয়েত আমল।

লিজা যখন মা হয় বয়স মাত্র ৬ বছর ৫ দিন। অবাক হচ্ছেন অবাক হওয়ার মতোই। ইতিহাসের ২য় সর্বকনিষ্ঠ মা হল এই লিজা। শিরোনামে লিখেছি রাশিয়ার কথা। তবে ঘটনাটা মূলত ঘটে ইউক্রেইনের খারকভে।

১৯৩৪ সালের ১৯ আগস্ট লিজা জন্ম দেয় তার প্রথম সন্তান। দুঃখজনক হলেও সত্য যে সন্তানের বাবা হল লিজারই আপন নানা। জন্মকালীন সময়ে বাচ্চার ওজন (আসলে হবে ভর) ছিল ৩ কেজি। এই ঘটনার পর লিজার পরিবার ইউক্রেন থেকে রাশিয়ার ভ্লাদিভস্তকে চলে আসে। ভ্লাদিভস্তক চিনেন তো? বাংলাদেশ থেকে বেশি দূরে না।

একটু গলা লম্বা করে তাকালেই দেখবেন। চায়না আর উত্তর কোরিয়ার নিকটবর্তী রাশিয়ার শহর। কয় দিন পর Asia-Pacific Economic Cooperation(APEC) এর ২৪ তম শীর্ষ সম্মেলন হবে ভ্লাদিভস্তকে। দ্বিতীয় জন, আনিয়া। মুসলিম চেচেন।

আশ্চর্যজনক ভাবে আনিয়ার পিরিয়ড শুরু হয় মাত্র সাড়ে ৭ বছর বয়স থেকে। আর ৮ বছর ৭ মাস বয়সে সন্তান জন্ম দেয়। রাশিয়ার রোস্তভ অন ডন শহরে ২০০০ সালের এপ্রিল মাসে সন্তান জন্মদানের এই ঘটনাটি ঘটে। নবজাতকের নাম রাখা হয় দাশা। এক্ষেত্রে সন্তানের বাবা হল ১৩ বছর বয়সী কস্তিয়া-সম্পর্কে প্রতিবেশী।

বলা হয়ে থাকে ছোট আনিয়াকে অনেকটা ফুঁসলিয়ে সম্পর্ক গড়ে কস্তিয়া। ও বলা হয় নাই আমি কিন্তু এই রোস্তভ অন ডন শহরে ছিলাম প্রায় এক বছর। ডন নদীর তীরের এই শহরটি হল রাশিয়ার দক্ষিণের রাজধানী। বড় দেশ তো পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিন সব জায়গায় রাজধানী আছে। তবে মনে রাখবেন মাঝের টা কিন্তু মস্কো।

তৃতীয় জন, দাঁড়ান দেখে নেই আগে, হুম, বাস্তাম গরবুচেঙ্কা। ১১ বছর বয়সে প্রথম সন্তান জন্ম দেয়। সন্তানের বাবা ২১ বছর বয়সী, মেয়েটির বয়ফ্রেন্ড। ২০০৫ সাল। জন্মদানের ঘটনা ঘটে রাশিয়ার ভল্গাগ্রাদে।

ভল্গাগ্রাদ চিনছেন তো? ঐ যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, স্তালিন গ্রাদ, ব্যাটেল অব স্তালিন গ্রাদ। কি এখন মনে পরছে। হুম। ভল্গাগ্রাদ হল আগের সেই স্তালিন গ্রাদ। স্তালিন ও নাই তার নামে গোরাদ ও নাই।

গোরাদ মানে শহর আর গোরাদ থেকে গ্রাদ। চতুর্থ জন, ভালেন্তিনা ইসায়েভা। ১১ বছর ১০ মাস বয়সে সিজারিয়ান পদ্ধতিতে ২.৯ কেজি ওজনের সন্তান জন্মদান করেন। সন্তানের বাবা তাজিকিস্তানের ১৯ বসর বয়সী হাবিবুলা পাঠানোভ (শুধু নামে না কাজে ও পাঁঠা)। ঘটনাটি ঘটে ২০০৫ সালের ৮ জুলাই।

ঘটনার স্থান মস্কো। হে হে, মস্কো নিয়ে কিছু বলব না। খালি বলি পুতিনের বাড়ি (ভ্লাদিমির ভ্লাদিমিরভিচ পুতিন, জন্ম অবশ্য সেন্ট পিটার্সবার্গে)। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।