যতদিন বহুদলীয় গণতন্ত্র ব্যবস্থায় সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ নিশ্চিত হবে না, ততদিন জাতির ভাগ্য পরিবর্তন হবে বলে আমার মনে হয় না। প্রিয় বাংলাদেশের প্রতিটি ঘরের ছাদে বা দেয়ালে ১২ ইঞ্চি বাই ৬ ইঞ্চি আকারের একটি ডিভাইস শোভা পাচ্ছে-যার সাথে ঘরের কোন এক জায়গায় রাখা অন্য ছোট্ট একটি ডিভাইসের সংযোগ। আর এই শেষোক্ত ডিভাইসটির সর্বনিম্ন ধারন ক্ষমতা হলো ১ লক্ষ ইউনিট। অর্থ্যাৎ ১ লক্ষ ইউনিট বিদ্যুৎ ধরে/সংরক্ষণ করে রাখা যায় এই সকল ডিভাইসে। দেশের কোথাও কোন ইলেক্ট্রিক পোল বা খাম্বা নেই।
সূর্যের আলো থেকে বিদ্যুৎ জমা হয় উক্ত ডিভাইসে। একটানা কয়েকমাস সূর্যের মুখ দেখা না গেলেও সঞ্চিত বিদ্যুৎ দিয়ে পুরো দেশ চলবে মাসের পর মাস। দেশের সকল শহরের প্রতিটি অগি-গলি উচ্চ ক্ষমতাসম্পন্ন ফ্লাড লাইট অন্ধকার দূরীভূত করে। শুধু শহরে নয় সকল গ্রামে সন্ধ্যা নামার সাথে সাথেই জ্বলে উঠে অজস্র লাইট। মাসে মাসে কোন বিল গুনতে হয় না এদেশের নাগরিকদের।
অথচ বছরের ৩৬৫ দিনের কোনদিনই এক সেকেন্ডের জন্যও বিদ্যুতের অনুপস্থিতি থাকে না। শুধু তাই নয়- দেশের হাজারো কলকারখানায় সৌর বিদ্যুৎ ব্যবহৃত হয়; ফলশ্রুতিতে পণ্য উৎপাদন খরচ পড়ে খুব কম। মানুষের জীবনযাত্রার মান উন্নত হতে উন্নততর হয়েছে। সৌর বিদ্যুৎ ব্যবস্থা জাতির জন্য বয়ে এনেছে আশীর্বাদ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।