........ খবরে প্রকাশ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাজে নাকি দেশের ৭৭% মানুষের আস্থা আছে । ওয়াশিংটনভিত্তিক জরিপ সংস্থা গ্যালাপ(নাকি জোলাপ!?!) দেশবাসীর মতামতের ভিত্তিতে জরিপ চালিয়ে শেখ হাসিনার কাজকর্মে ৭৭% দেশবাসীর সমর্থনের কথা জানায় । এখন আমার ও আরো অনেকের প্রশ্ন, দেশ বলতে কি জোলাপ……থুড়ি জোলাপওয়ালারা কেবল গোপালগঞ্জেই জরিপ চালিয়েছে নাকি??? আর যদি এরকমটি নাই করে থাকে, তবে বঙ্গবন্ধু যেমন “চাটার দল” এর কম্বল লুটপাটের ঘটনায় বীতশ্রুদ্ধ হয়ে বলেছিলেন, “আমার কম্বল কই???”……তেমনি এই ঘটনায় আমি সহ আরো অনেকেরই মনের কথা, “আমার সমর্থন কই???”......এত সমর্থন কে দিল??? আচ্ছা, আপনাদের মধ্যে কি কেউ জরিপে অংশ নিয়েছিলেন নাকি??? একটু বলুনত…… অন্যদিকে খবর পেলাম, খালেদা জিয়া নাকি সাগর রুনি হত্যার পেছনে প্রধানমন্ত্রী পরিবারের যোগসাজস দেখতে পাচ্ছেন!!!......এই ধরণের কথার মানে কি???
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।