আমি নেই তাদের সাথে, যারা নিজকে ভাবে সম্মানী আর পরকে ভাবে বাজে---- গত শুক্রবার দুই সাংবাদিকের মৃত্যর বর্ণনা একই রকম - একজনের বাইক অন্যজনের রিকশা, বাস পেছন থেকে ধাক্কা দিয়েছে, ভিকটিম রাস্তায় পড়ে গিয়েছে, চালক গাড়ি না থামিয়ে পালাবার উদ্দেশ্যে ভিকটিমের মাথার উপর দিয়েই গাড়ি চালিয়ে দিয়েছে....ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেবার অংশটুকু পর্যন্ত হয়তো দূর্ঘটনা ঘটেছে বলা যায়, কিন্তু ব্রেক করে গাড়িটি জায়গাতেই থামিয়ে না দিয়ে বরং পালাবার জন্য এক্সেলারেটর চাপ দিয়ে মানুষের উপরদিয়ে গাড়ি চালিয়ে হত্যা করে পালানোর চিন্তা কোনো অর্থেই দূর্ঘটনা হতে পারে না.... এইগুলো পরিস্কার খুনের মামলা, দোষীদের বিরুদ্ধে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক... এইসব কেইসগুলো মার্ডার কেইস হিসাবে বিবেচনা করলেই সব বাস ড্রাইভাররা সোজা হয়ে যেতো, তাই না... এই ইস্যু হাইলাইট করে ফেসবুকের একবন্ধুর স্ট্যাটাস দেখে জনস্বার্থে ব্লগে আমি ইস্যুটা নিয়ে লিখলাম। আমরা কি তবে বেকুব নেতাদেরই রাজ্যে বাস করছি! জনস্বার্থের এরকম একটা বড় ইস্যুতে হাইকোর্টে রিট আবেদন করার মত কেউ নাই এ দেশে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।