বুদ্ধিজীবী হতে ডিগ্রী লাগেনা। আমি ক্যাসপারস্কি ব্যবহার করি।
আপডেট নিয়া ঝামেলায় পড়ি।
তবু সে মন্দের ভাল
আমার ল্যাপটপ করে রাখে আলো।
সেই জিনিস পাবেন আপনি ফ্রি
যেমন ফল দেয় না যে ট্রি।
ফ্রি’র আশা ছাড়ো
আপন প্রচেষ্টায় কিছু করো
প্রেম করছে আশি আসি
গলাতে আটকে কাশি
ভাবছি সামনের মাসের বাজেট
কত টাকা খরচে হবে ফার্স্ট ডেট।
গরু খায় না গোয়ালের পাশের ঘাস
দূর গাঁয়ে গিয়ে খায় বাঁশ।
মানুষেরও স্বভাব ঠিক এই
দেশে কি আর কোন কাজ নেই।
হকারীকে নাও শিল্পের পর্যায়ে
কষ্ট কেন কর দূর বিদেশ গিয়ে।
বৃষ্টি পড়ুক কাশবনে,
শান্তি আসুক সবার মনে।
গরমে করি হাঁসফাস
কেমনে করি বৈশাখী উল্লাস।
সব কিছুতে গোজামিল
ক্যামনে পাই তোমার দিল,
করি নাতো একটু ফিল
গরম বাড়ায় বিদ্যুত বিল।
গো জামিল গো
গোজামিল দিয়ে কবিতা লিখিব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।