আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে ইহা খুব দুঃখ জনক। পুরা দেশ ও জাতির জন্য লজ্জাস্কর ব্যাপার। আমরা আমাদের আত্মসম্মান তো খুইয়েছি সেই কবেই। কিন্তু এমন নির্লজ্জ যে হইয়াছি তাহা বুঝিতে পারি নাই। নিজেদের মানুষ বলিয়া পরিচয় দিতেতো সত্যি লজ্জা লাগিতেছে।
লজ্জা সেও একটা মানবিক গুন। আজকাল আমাদের লজ্জা আবেগ আর দুঃখ সব ব্লগ আর ফেসবুকের স্ট্যাটাস সর্বস্ব হয়ে গিয়াছে।
নিজেকে ধিক্কার দিতেছি আমি। আমিও নিজেও বোধ করি এই সবের বাইরে কেহ নই। ধিক্কার দিতেছি পুরা জাতিকে যাদের রুচি আজ পশ্চিমাদের মত নগ্ন হইয়া গিয়াছে।
অথচ তারা পশ্চিমাদের কাজ কর্ম দেখিলেই ছে ছে করে। সারা রাত বেপরদা নারিদের নগ্ন ভিডিও দেখে আর সকালে উঠিয়া ফেসবুকে অর্ধনগ্ন নারীদের ছবির নিচে তিরস্কার সূচক কমেন্ট করে জাতি উদ্ধার করে।
রাস্তায় চলার সময় ওড়না ছাড়া কিশোরী বা নারীদের দেখলেই হা করে তাকিয়ে থাকে আর বিড়বিড় ওড়না কেন পড়লনা সেই জন্য গালাগাল দিয়া নিজেকে মহান দাবি করে। আবার এরাই ইভটিজিং কে না বলুন টাইপের প্ল্যাকার্ড হাতে জন সমাবেশে অংশ গ্রহণ করে।
ওহে বাঙ্গালি এই রকম ভণ্ডামির কি দরকার তোদের?? এরচেয়ে ওই পশ্চিমারাদের সমাজতো ঢের ভাল, তাদের অন্তরে এবং বাইরের সবখানের নগ্নতাই সমান সমানই।
মুখে এক আর কাজে আরেক এরা তো করে নারে।
"ঠিক এই মূহুর্তে আমি সামুর লক্ষাধিক ব্লগারের সাহায্য চাইছি, এখনই ..." এর শিরনামের স্টিকি করা পোস্টটাতে ২৫০০০ বার পঠিত।
পোস্টটা যথেষ্ট সময় উপযোগী সন্দেহ নাই। কিন্তু এইখানে যদি কোন দুস্ত লোকের সাহায্যার্থে ১০টাকা করে চাওয়া হইত তাইলে আমি হলপ করে বলিতে পারি ২৫০ জনকেও খুজিয়া পাওয়া যাইত না। এইখানে অধিকাংশ লোক/ব্লগারই মাগনা গলা ফাটাইবার জাইগা হিসাবে এই ধরনের বিষয় বাছিয়া নিয়াছে।
এবং এই ধরনের সেন্টিমেন্টাল ইস্যু পাইলেই এই সব ব্লগার ধিক্কার , তিরস্কার জানাইয়া জাতির চোদ্দগুস্তি উদ্ধারের সংকল্পে নামিয়া যায় এবং ভবিষ্যতে নিমিবে। অথচ যদি সত্যি প্রতিষ্ঠার জন্য যদি রাস্তায় ১০ মিনিটের জন্য দাঁড়াইতে হয় তবে ৫০ জন আসেবে কিনা আমার সন্দেহ। তবে হ্যাঁ ৫০ জন আসিতেই পারে । আমি ওই ৫০ জনকে সম্মান করি। আর আমার এই লিখা ওই ৫০ জনের জন্য নহে জন্য ।
আমি ১২মে এবং ২৯ এপ্রিল "একজন মুক্তিযোদ্ধাকে বাচাতে এগিয়ে আসুন। " এবং "আসুন আমরা সবাই মেধাবী সাইমুমের পাশে দাড়াই। " শিরনামে ২টি পোস্ট করেছিলাম যার মোট পাঠকের সংখ্যা ৪০ এর কম। অথচ "ফেসবুক । ।
এক উন্মুক্ত পর্ণ সাইটের নাম!!!!!!!" শিরনামে যেই পোস্টটি করেছিলাম তাতে ১০০০ এর মোট পাঠক জুটে গেছে।
আর আজ তাই আমি এই লিখাটা লিখলাম এবং ১৮ + লাগিয়ে শিরনাম দিলাম। আমি নিশ্চিত এই ১৮ + দেওয়ার কারনেই পাঠক ৪০ জন ছাড়িয়ে যাবে। এবং অবশ্যই।
পোস্টটি দেওয়ার পরপর প্রমান হয়ে যাবে যে বাঙ্গালিরা খালি উপর দিয়াই ভদ্রলোকের ভাব ধরে।
আসলে ওদের মধ্যে লুকিয়ে আছে কুলশিত এক আত্মা। আর যত ভণ্ডামি। ধিক্কার আমারে, ধিক্কার আমার এই জাতিটাকে। আর কিছুই বলিবার ইচ্ছা নাই। আমি শক্তিমান লেখক হইলে মনে ইচ্ছাটা খণ্ডাইতে পারতাম আরও দীর্ঘ লিখনির মাধ্যমে।
এটা অক্ষমতা।
পরিশেষে আমি বলতে চাই -
১ আমি বিশ্বাস করি এখনও বাঙ্গালি জাতি পুরপুরি ভণ্ড হয়ে যায় নাই। আর এই পোস্ট গুলা সেই সব ভদ্র মানুষ যাদের 'জাদুঘরে রেখে দেওয়া যায় এমন" তাদের জন্য নয়।
২ ভাল লিখার পাঠক সব সময়ই থাকে। আমিও এটা বিশ্বাস করি।
তবুও বলি আমি যা বলেছি এটা একান্তই আমার মতামত।
৩ আমি সামান্য মূর্খ মানুষ , মনের কথা প্রকাশ করেছি মাত্র, কেউ আমারে গালি দিয়া মনের ভাব প্রকাশ করিলে আমি তারে বাধা দিয়া উত্তর দেওয়ার সময় টুকু নষ্ট করিব না। আর সামু
যদি জাতিকে ধিক্কার দেওয়ার অপরাধে আমার ব্যাপারে কোন
পদক্ষেপ দেয় এটা তাদের একান্তই নিজেসস ব্যাপার।
কারো মনে কষ্ট দিয়া থাকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেইখেন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।