আমাদের কথা খুঁজে নিন

   

চোরকাঁটার কাল বন্দনা

বেশ তো ভালোই আছি, গরমে ও চরমে; গুম, খুন, হরতাল, no আপোষ নরমে । ঠোলা নেতা দিশেহারা খাতুনের জুরী নেই, বেডরুমে, রাজপথে- চালা ছুরি মানা নেই। ছি আই ডি, কালো জামা- দরবারে ব্যস্ত সেতু চোর আবুলইল্যা বাণিজ্যে ন্যস্ত। ষাট পার হলো বলে ইউনুসরে ছাটে মাল, আশিতে পাদিয়ে তবুও পাকেনা যে তার ...। লোটা বদনায় খেলে শেয়ারেতে BPL, দাদা টেনে রাখে গদি, যদিও ডুবেছে রেল। কেউ কেউ কেঁদে বলে ছেড়ে দে মা হাসি না, পারি না সইতে জ্বালা, তাই দেশে আসি না। শাজাহান ছিল নাকি লঞ্চের ড্রাইভর; চালকের নেই দোষ; পথচারী বর্বর। ইলিয়াস গুম খুন, কথা ভাসে বাতাসে; তাতে কিবা আসে যায়! সন্ত্রাসী ছিল সে! শান্তিতে নোবেলটা কেড়ে নিলো ওবামায়; আশরাফ আতরাফ চাটুকার হায়হায়। আপা তুমি dont worry, next time confirm; আছি মোরা চামচারা, বাঙালি না দিক দাম।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।