জীবন একটাই তাই যা করার ভেবে চিন্তে করতে চাই........ আজ মাঝরাতে মায়া ভরা মন.... বলি সখি, আছো গো কেমন? গভীর রজনীগুলো আর উদাস দুপুর বেলা... সেইযে নদীর বুকে হিংস্র ঢেউয়ের খেলা তেমনি কি আছে আজ বলো??? কিংবা নীরব মুথে কথা নেই যেন ডাহুকের মত শুধু চোখ ছলছল... আজ মাঝ রাতে, সখি শুধু শুধাই তোমায় ভাল নেই আমি, ভাল নেই সেই গ্রাম সেই মেঠো পথ, যেতে যেতে থেমে গেছে স্বপ্নের রথ। মুছে গেছে অনেক কিছুই, ভুলেগেছি নাম যারা ছিল, ডানে বায়ে কিংবা মনের কোনো কোনে.. বল সখি থাকে কি তা মনে??? তুমি ভুলো, আমি ভুলি,,, ভুলে ভোলা মন,, চাইলে কি পাওয়া যায় যখণ তখন?? সেই সুখ সেই চেনা স্মুতি,,,, সেই দিন সেদিনের প্রীতি??ৎ সব যেন ধুসর আজি , সবি যেন মলিন আজি,,,,.
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।