আমাদের কথা খুঁজে নিন

   

ঃঃঃ ধুলোর চাঁদরে ঢাকা ঃঃঃ

ঃঃঃঃ চল বহুদূরে...নির্জনে আড়ালে লুকোই...ঃঃঃ দেয়ালের উপর কিছু স্মৃতি ঝোলানো, ধুলোর চাঁদরে ঢাকা, আবদ্ধ ঘরের অতিথি সযতনে বুনে যাওয়া জালে বন্ধি করে রেখেছে, তবুও- মলিন হয়নি এতটুকু, আজো তেমনি ঝুলছে- স্মৃতিগুলো রংচটা দেয়ালে। ইচ্ছে জাগেনা মনে, ধুলোর চাঁদর ঝেড়ে স্মৃতি রোমন্থনে, দাবিয়ে রাখা কষ্টগুলোর সলতে আগুন জ্বালাতে ঘুমিয়ে আছে, থাকনা তাই ধুলোর চাঁদর মুরে রংচটা দেয়ালে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।