সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু আনলে পুড়িয়া গেল/ অমিয় সাগরে সিনান করিতে সকলি গরল ভেল। ভাই এমন একটা গাড়ির খবর পেলাম যার ওজন নাকি মাত্র ৩৫০ কিলোগ্রাম। এবং আপনার অফিসের টেবিলের পাশেই পার্কিং করে রাখতে পারবেন।
ভাবছেন ঠাট্টা করছি তাইতো। মোটেই ঠা্ট্টা নয়।
যা বললাম একদম সত্যি। এর উচ্চতা ১.৫ মিটার , চওড়া ১ মিটার। এখনো বিশ্বাস হচ্ছে না? এই দেখুন গাড়ির ছবি-নিজের চোখে দেখে নিন
গাড়িটির নাম Volpe.
ভাই আমি এই গাড়ি বাজারে আসলেই একটা কিনে ফেলছি। কারণ এটা চলবে ব্যাটারিতে। রোজ রোজ তেল কেনার খরচা নেই।
কিন্তু মনে মনে একটা সমস্যায় আছি ভায়া। কোম্পানি একটার জায়গায় দুটো সিট করলে কি ক্ষতিটা হতো ! বান্ধবী লিফট চাইলে দিতে পারব নাতো। খুবই চিন্তায় পড়ে গেছি।
এই একটা অসুবিধা ছাড়া আর সব ঠিক আছে।
আপনারাও যদি এই সমস্যাটা মেনে নিয়ে এই গাড়ি কিনতে চান কিনতে পারেন।
আর কিনবেন যখন মনস্থির করে ফেলেছেন তখন কেনার আগে এই গাড়ি সম্পর্কে যাবতীয় বিস্তারিত এখান থেকে জেনে নিন- এখন থেকে গাড়ী পার্ক করে রাখতে পারবেন ডেস্কের পাশেই। এসে গেল বিশ্বের সবচেয়ে ছোট ইলেকট্রিক কার।
ফেসবুকে আমি এখানে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।