আমাদের কথা খুঁজে নিন

   

মে স্প্রিং এর অপরাহ্ন লগ

নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই টেবিলে দূরালাপনী, টাইমসের এপ্রিল সংখ্যা, বিজনেস উইক, বাক্স বদ্ধ ফাইলের ওপাশে লগঅফ করা ইমেইলে শুণ্যতা কিরিচের মত। ঘুমিয়ে আছে প্রিয় মেইলবক্স, অবশ্য প্রেরকও ঘুমিয়ে। মন কি শুধুই ধরেই নেবে কিছু থাকবে না। আমি বার বার গিয়ে অনুভব করেছি ফুটপাথের সামনে ছুটির দিন দুপুরের পাকা রাস্তার মত কিছু নেই। পথের পাশে হরেক রকম দোকানপাঠের মত ইনবক্সে অন্য মেইলগুলো পড়ে আছে।

কিবোর্ড টেনে ড্রাফট করেছি, প্যাডেল চালিত যানের মত মাঝারি গতিতে। একটি ইমেইল এত প্রতীক্ষার। ঘন্টা পার হলেও আন্ত:নগর বাস আসছে না। কাজের ফ্যাক্স এসেছে, ফোন বেজেছে কয়েক বার। বাসের টিকেটঘরের মত দ্রুত তাদের উত্তর পাঠিয়ে দিয়েছি ।

- ড্রাফট ০.৫ / মুক্তগদ্যাণু ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।