সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু আনলে পুড়িয়া গেল/ অমিয় সাগরে সিনান করিতে সকলি গরল ভেল।
গুগল মামা বড়ই আজব আজব জিনিস বের করে। এবারে বের করছে এমন একখান গাড়ি যা কিনা নিজে থেকেই চলবে। ড্রাইভার লাগবে না।
বিপদ খান কি রকম ভেবেছেন একবার !
গাড়িতে বসেছেন ।
গাড়ি চলছে নিজে থেকে। কি বিপদ ঘটতে পারে ঠিক আছে। ড্রাইভার থেকেও কি কম অ্যকসিডেন্ট ঘটছে নাকি ?
এরপর ড্রাইভার না থাকলে ........।
বাবারে । চিন্তা করতেও ভয় লাগছে।
আগে যা হাত পা ভাঙার উপর দিয়ে যেত- এখন মনে হয় জেবনটাই দিতে হবে।
আপনারা কিনলে কিনুন ভাই , আমি কিনছি না।
গুগলা নাকি অ্যাসিওর করেছে। -কোনো রকম দুর্ঘটনা ঘটবে না । অনেক পরীক্ষা নিরিক্ষা করে তবে নাকি বাজারে ছাড়া হয়েছে।
আর গাড়িটা চলবে নাকি রাডার সেন্সরের মাধ্যমে।
যাই হোক আমি এসবের মধ্যে নেই ।
যদি খুব আকর্ষণ জেগে থাকে মনের মধ্যে তবে গাড়ির A to Z জেনে আসতে পারেন এখান থেকে- রাস্তায় চালানোর লাইসেন্স পেল গুগলের চালকবিহীন গাড়ী"।
তবে কোনো দুর্ঘটনা বা ঘটনা গটলে আমাকে কিন্তু দোষ দেওয়া যবে না সেটা আগে ভাগে বলে রাখলাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।