আমাদের কথা খুঁজে নিন

   

*সূর্যদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি *

হৃদয়ের দু'পাট ঠেলে স্মৃতিরা ঝড় তোলে দুঃখক্রোধে। কিছুদিন থেকে কেমন যেন একটা অস্থির অস্থির ভাব। কি যেন কি হতে চলছে এই রকম। খুব বেশি বেশি মন খারাপ হচ্ছে কারণে অকারণে। দম বন্ধ হয়ে আসছে! মনে হচ্ছে কোথাও একটু ঘুরে আসা দরকার কিন্তু কোথায় যাব? মনকে মানাতে পারছিনা।

হুমম বাংলাদেশের কথা মনে হতেই কেমন একটা ভালো লাগা কাজ করতে লাগলো। আমার প্রিয় বাংলাদেশ। কিন্তু লম্বা ছুটি ছাড়াতো সেখানে যাওয়া যাবেনা। আর এইতো বছর দু'এক আগে ঘুরে এলাম বাংলাদেশ, তারপরও এতো টানছে কেন? মা বলেন ''যার যেখানে জন্ম সেখানের জন্য নাকি টান থাকে বেশি''। সত্যি এ যেন নাড়ি ছেঁড়া টান।

এই নাড়ির টান মাঝে মাঝে একটু বেশি মাথাচাড়া দিয়ে ওঠে......... বিকালের চা খেতে খেতে হঠাৎ ঠিক হয়ে গেল আগামী সপ্তাহ বাংলাদেশে যাব। দুই সপ্তাহ হলিডে আর ২সপ্তাহ ছুটি নেব। এ যেন স্বপ্ন। নিজেকে গোপনে একটা চিমটি দিয়ে দেখি এতো স্বপ্ন নয় বাস্তব। ওয়াও আমি যাব বাংলাদেশে।

এক সপ্তাহ এর মধ্যে শপিং, প্যাকিং কিভাবে কি করব হিমসিম খেয়ে যাচ্ছি কিন্তু খুশির কারনে এতো ঝামেলাও গায়ে লাগছেনা। বাংলাদেশে যাচ্ছি সেই খুশিতে শপিং, প্যাকিং করতে করতে ভুলেই গেছি যে আমার প্রিয় মানুষদেরকে রেখে চলে যাচ্ছি। যাওয়ার আগের দিন থেকে অনেক মন খারাপ। এক দিকে অনেক খুশি অন্য দিকে মন খারাপ। আর আমার ছেলে খুশিতে লাফাচ্ছে বাংলাদেশে যাচ্ছি বলে।

ছেলেটাও হয়েছে মায়ের মতো কোন দেশে ঘুরতে যাবার প্রশ্ন করলে সবার আগে বলবে বাংলাদেশে যাব। চলে এলাম বাংলাদেশে। কিভাবে যে এতো তাড়াতাড়ি সময় চলে যায়। বাংলাদেশের এক মাস শেষ হয়ে গেলো এবার ফেরার পালা। সবার খুব মন খারাপ চলে যাচ্ছি বলে।

খুব কষ্ট হচ্ছে। ছেলেও খুব মন খারাপ করে বলছে মা আমি বাংলাদেশে ইস্কুলে যাইনা কেন? এক দিকে অনেক খুশি, প্রিয় মানুষদের কাছে ফিরে যাচ্ছি। অন্য দিকে মা, মাতৃভূমি ছেঁড়ে যাচ্ছি অনেক কষ্ট হচ্ছে। কষ্ট হলেও ফিরে যেতে হবে গন্তব্যস্থানে। দেশ থেকে আসার পর খুব মন খারাপ লাগছে।

অনেক মিস করছি। বসে বসে দেশের ছবিগুলো দেখি আর প্রতিটা মুহূর্তের স্মৃতি মনে করে অনুভব করি সেই সময়টাকে। সিলেটের সুরমা নদী ... সিলেটের চা বাগান ... সিলেটের স্পাইসি রেস্টুরেন্টে থেকে এই ছবিটি তোলা ........ বাসার ছাদ থেকে দেখা সূর্যাস্তের অপূর্ব দৃশ্য.... আমাদের গ্রাম ..... আমাদের বাসার কাঠাঁল গাছ বিমান বন্দরে বসে অপেক্ষা কতযে কষ্টের ......  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।