আমাদের কথা খুঁজে নিন

   

হট কি বানান নিজের ইচ্ছামত (হাল্কা টেকি)

ফ্রিঞ্জ আপনি কম্পিউটার এ যেসব কাজ বার বার করেন অথবা যেসব প্রোগ্রাম বার বার রান করেন অথবা যেসব সাইট বারবার ভিজিট করেন তার জন্য যদি হট কি বানিয়ে নেন তাহলে বেশ কিছু সময় বাঁচানো যায়। এই পোস্ট এ সেইরকম কিছুই দেখাবো। এটা শুধু উইন্ডোজ অপারেটিং সিস্টেম এর জন্য। প্রথমে যা করতে হবে তা হল AutoHotKey নামের এই সফটওয়্যার টা ডাউনলোড করতে হবে। এখন সফটওয়্যার টি ইনস্টল করুন প্রথম বার রান করার পর নোটপ্যাড এ একটা স্ক্রিপ্ট ওপেন হবে।

এই স্ক্রিপ্ট এ হটকি গুলো ডিফাইন করতে হবে। কিছু উদাহরনঃ ১। F6 বাটন কে কপি এবং F7 বাটন কে পেস্ট হিসেবে ব্যাবহার করতে চাইলে নিচের লাইন দুটি দিতে হবে স্ক্রিপ্ট এ (^ for ctrl) F6::^c F7::^v ২। windows+c বাটন চেপে ক্যালকুলেটর রান করতে চাইলে নিচের লাইন। (# for windows button. ! for alt) #c::Run calc ৩।

আপনার পছন্দের ওয়েবসাইট এ এভাবে খুলতে পারেন। (windows+g = gmail etc.) #g::Run https://mail.google.com/ #f::Run http://www.facebook.com/ #s::Run http://www.somewhereinblog.net/ সব মিলিয়ে আপনার স্ক্রিপ্ট এরকম হবে (সেমিকোলন দিয়ে শুরু লাইন গুলো কমেন্ট) ;Windows+g opens google in your default browser Windows+f for facebook #g::Run https://mail.google.com/ #f::Run http://www.facebook.com/ #s::Run http://www.somewhereinblog.net/ ;Windows+c for calculator #c::Run calc ;F6,F7,F8 for copy,paste and cut F6::^c F7::^v F8::^x ; add more hotkeys for your favorite programs or websites (remember # for windows key ^ for ctrl ! for alt) স্ক্রিপ্ট সেভ করুন। AutoHotKey প্রোগ্রাম টি StartUp এ দিয়ে দিন। এটি রান করলে নোটিফিকেশন এ H লেখা একটি অইকন দেখা যাবে। এর উপর RightClick করে স্ক্রিপ্ট এডিট করা বা থামানো যাবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।