কালের কন্ঠের খবরঃ ভুমি দস্যু শাহ আলমের দেয়া ২ টি গরু পেয়ে রেজিয়ার চোখে আনন্দাশ্রু। হাজারো মানুষ কে ভিটা মাটি থেকে উচ্ছেদ করা ভুমি দস্যুরা দুস্থ রেজিয়া'র চোখে আনন্দাশ্রু আনে । কি সুন্দর নাটক..
বসুন্ধরা চেয়ারম্যানের ঘোষণায়
রেজিয়ার চোখে আনন্দাশ্রু নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও
প্রায় ৪২ বছর ধরে শরীরের রক্ত পানি করে ঘানি টেনে তেল উৎপাদন করে আসছেন। কিন্তু বয়স তো থেমে নেই। শেষ বয়সে এসে ঘানির জোয়াল তুলে আর টানতে পারছেন না রেজিয়া বেগম।
কিন্তু এ থেকে পরিত্রাণের পথও পাচ্ছেন না। ঘানি টানার জন্য গরু কেনার সামর্থ্যও তাঁর নেই। এ অবস্থায় দিন গড়ানোর সঙ্গে সঙ্গে তাঁর কপালে দুশ্চিন্তার ভাঁজও ক্রমেই পুরু হচ্ছে। বৃদ্ধা রেজিয়ার এই কষ্টের কথা জানতে পেরে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ বসুন্ধরার চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান তাঁকে সহায়তার আগ্রহ প্রকাশ করেছেন। কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন বিষয়টি জানানোর পর এই প্রতিবেদক গতকাল রবিবার ছুটে যান রেজিয়ার বাড়িতে।
বসুন্ধরা চেয়ারম্যান ঘানি টানার জন্য দুটি গরু কিনে দিতে চান- প্রতিবেদকের মুখে এ খবর শুনে রেজিয়ার অনুভূতি দাঁড়ায় হাতে চাঁদ পাওয়ার মতো। তিনি অবিশ্বাসের সুরে বলেন, 'কতজনে ছবি তুইল্লা নিয়া গেল, কিছুই অইল না আমার। ' পরে গরু দান করার কথা শুনে তিনি বিস্মিত ও অশ্রুসিক্ত কণ্ঠে বলেন- 'আল্লাহ, আমি কি স্বপ্ন দেখতাছি!'..............
লিংকঃ
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।