কি পরিমাণ কষ্ট পেলে এরকম একটি গান লেখা সম্ভব।
@@@@@@@
হয় যদি বদনাম
হোক আরো, আমি তো এখন আর নই কারো ।
অন্ধ গলির এই যে আঁধার
বন্ধু হলো আজ আমার। ।
হয় যদি বদনাম
হোক আরো, আমি তো এখন আর নই কারো ।
জীবন ভরে ছিল শুধু হাসি শুধু গান
কোথা যে হারালো
কেঁদে কেঁদে বলে প্রাণ। ।
বকুল শুকালো সুবাশ হারালো
আর কিছু বাকি নেই হারাবার।
হয় যদি বদনাম
হোক আরো, আমি তো এখন আর নই কারো ।
দুখের আগুনে পুড়ে গেছে অন্তর
ঝরে ভেঙ্গে গেছে
বালুচরে বাঁধা ঘর।
।
এখন মরণ এলে
কাছে ডেকে নিলে
ছুটে যাব ভেংগে পারাবার।
হয় যদি বদনাম
হোক আরো, আমি তো এখন আর নই কারো । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।