কিছুই তো হল না আমার। সেই সব_ সেই সব_সেই হাহাকাররব সেই অশ্রুবারিধারা, হৃদয়বেদনা কিছুতে মনের মাঝে শান্তি নাহি পাই কিছুই না পাইলাম যাহা কিছু চাই ভালো তো গো বাসিলাম, ভালোবাসা পাইলাম এখনো তো ভালোবাসি_তবুও কী নাই... .................................................. আজ ২৫ বৈশাখ, কিশোর পাগলার ১৫১ তম জন্মদিন ছিল। সারাদিন কোত্থাও কোনো অনুষ্ঠানে যাইনি। টিভিও তো দেখি না কতবছর। কিন্তু বিক্রম সিং আমাকে স্তব্ধ করে রাখল। আচ্ছা, কেন আমি বিক্রম সিং এর রবীন্দ্রসঙ্গীত শুনিনি এতবছর? দেবব্রত, সুবিনয়, শান্তিদেব, কনিকা, সুচিত্রা থেকে আমাদের অর্ণব পর্যন্ত শুনেছি, বিক্রমকে শোনা হয়নি। ধন্যবাদ দেবু দা ( দেবাশীষ গুপ্ত)। সত্যি, কী মাধুর্যের গলা, কী অসাধারণ গায়কী...আজ যেমন করে গাইছে আকাশ, তেমনি করে গাও গো, আজ যেমন করে চাইছে আকাশ, তেমনি করে চাও গো...আজ হাওয়া যেমন পাতায় পাতায়, মর্মরিয়া বনকে কাঁদায়, তেমনি আমার বুকের মাঝে, কাঁদিয়া কাঁদাও গো...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।