আমাদের কথা খুঁজে নিন

   

এমন নিষ্ঠুর 'ডিগ্রি' আমাদের ছাত্রছাত্রী ভাই বোনরা অর্জন করুক আমরা তা চাই না....

প্রিয় ব্লগার বন্ধুরা , আমাদের দেশের কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনেক মেধাবী ভাই বোনেরা অধ্যায়ন করে। তাদের বেশিরভাগই মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবার থেকে আসে যাদের লাখ টাকা খরচ করে বেসরকারী বিশ্ববিদ্যালয়ে পড়ার সামর্থ্য নেই। তাই পরিবারের অনেক স্বপ্ন নিয়ে তারা কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়তে যায়। কিন্তু নিয়তি তাদের সবার স্বপ্ন পূরণ করে না বরং ছাত্র রাজনীতির এক ভয়ংকর কালো থাবা এসে তাদের সেই পথ কে বাধাগ্রস্ত করে। অনেকে সেই ছাত্র রাজনীতির বলির পাঠা হয়ে 'মৃত্যু' নামক এক অনাকাঙ্ক্ষিত ডিগ্রি অর্জন করে বাড়িতে ফিরে দুঃখিনী মায়ের স্বপ্নকে ভেঙ্গে চুরে দেয়।

তারই একটি করুন চিত্র নিচের ভিডিওতে দেখবেন। যা আপনাদের প্রিয় ''RaDiO bg24'' প্রথমবারের মতো অনলাইনে প্রকাশ করলো এতদিন যে চিত্রটি অন্য কেউ প্রকাশ করতে পারেনি। সবশেষে আমাদের এইটুকু কামনা যেন আমাদের কোন ছাত্রছাত্রী ভাইবোনদের কলেজ - বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করতে গিয়ে মৃত্যু নামক এমন নিষ্ঠুর 'ডিগ্রি' অর্জন করতে না হয়। আজ সময় এসেছে রাজনীতির কালো থাবার বিরুদ্ধে গর্জে উঠার। আসুন , আমরা সবাই এই কালো থাবা দূর করার চেষ্টা করি।

আমায় অনেক বড় ডিগ্রি দিছে মা - সুবীর নন্দী এমন আরও দুর্লভ কিছু পেতে নিচের লিঙ্কে ক্লিক করুন- একটি শিক্ষিত রেডিও  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।