আমাদের কথা খুঁজে নিন

   

৮৩ লাখ ডলার জরিমানা গুনলো কেএফসি

দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক খাবার বিক্রি করা কম ঝক্কির নয়। এবার এই ঝক্কির শিকার বিশ্বখ্যাত কেন্টাকি ফ্রায়েড চিকেন বা কেএফসি। কেএফসির খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ায় অস্ট্রেলিয়ার এক কেএফসির শাখাকে গুনতে হচ্ছে ৮৩ লাখ ডলার। সাউথ ওয়েলসের সুপ্রিমকোর্ট শুক্রবার এ আদেশ জারি করেন। কোর্টের বিবৃতিতে বলা হয়, কেএফসির খাবার খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে মনিকা শামান নামে এক মেয়ে ও তার পরিবারের সদস্যরা।

বিবিসি। মনিকার অবস্থা সবচেয়ে খারাপ, তার মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয় এবং দেহের একাংশ প্যারালাইজড হয়ে পড়ে এই দোকানের একটি ‘টুইস্টার র্যাপ’ খাওয়ার পর। মনিকার চিকিত্সক জানান, ওই খাবার খাওয়ার পর তার দেহে বিষক্রিয়া হয় এবং সারা দেহে ছড়িয়ে পড়ে এক ধরনের সেপটিক শক। এ ঘটনা ঘটেছিল ২০০৫ সালের অক্টোবর মাসে। সে সময় আরও অনেকেই কেএফসির বিশেষ খাবার ‘চিকেন টুইস্টার র্যাপ’ খেয়ে অসুস্থ হয়।

পরে সেখান থেকে টুইস্টার র্যাপ আইটেমটিই সরিয়ে নেওয়া হয়। দীর্ঘ সাত বছরের আইনি লড়াই শেষে ক্ষতিপূরণ পেতে যাচ্ছে মনিকা। মনিকার আইনজীবী জর্জ ভলাহাকিস জানান, তারা দীর্ঘদিনের বয়ে বেড়ানো যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছে। তিনি বলেন, অসুস্থ মনিকার জন্য তার পরিবারের সব সুখ-স্বাচ্ছন্দ্য হারিয়ে যেতে বসেছে। তিনি আরও বলেন, মনিকা এখন অনেক বড় হয়েছে, কিন্তু সে স্বাভাবিক একজনের মতো কাজকর্ম করতে পারে না।

নিজে নিজে চলাফেরা করতেও কষ্ট হয় তার। তার পরিবারের জন্য এই ক্ষতিপূরণটি প্রয়োজনীয়। তথ্যসূত্র- Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।