কাপুরুষের শেষ আশ্রয় হল দেশপ্রেম পত্রিকায় সংবাদটি পড়ে প্রথমে বিশ্বাস হচ্ছিল না! এও সম্ভব! প্রায় দুই কোটি মানুষের শহর ঢাকায় শিশুদের বিনোদনের জন্য পার্কের সংখ্যা মাত্র হাতে গোনা কয়েকটি। তার মধ্যে 'ওয়ান্ডারল্যান্ড' একটি অন্যতম সেরা পার্ক। মাঝেমধ্যেই বাচ্চাকে নিয়ে বেড়াতে যেতাম। গতকালও সেখানে বাচ্চাকে নিয়ে গিয়েছিলাম। আজকে নাকি সেই পার্কটি ভেঙ্গে ফেলা হচ্ছে! দেশটা কি অমানুষ, জানোয়ারদের হাতে! নয়ত শিশুদের জন্য নির্মিত এই পার্কটি ভেঙ্গে কার লাভ? এই জায়গাটির উপর কোন হারামীর শকুন দৃষ্টি পড়েছে? ঢাকার প্রতিটি খোলা পার্ক পতিতা, বখাটে, জুয়াড়ি আর নেশাখোরদের আড্ডাস্থল। সরকার কোনদিন শিশুদের জন্য আরেকটা ওয়ান্ডারল্যান্ড তৈরি করে দিবে? সরকার যেটা গড়তে পারবে না সেটা ভেঙ্গে ফেলার অধিকার কি আছে? টিভির সংবাদে দেখলাম- ওয়ান্ডারল্যান্ডের বর্তমান মালিক পার্কটি দান করে দিয়ে হলেও ভেঙ্গে ফেলা থেকে রক্ষার আকুতি জানিয়েছেন। এর চেয়ে বড় ত্যাগ আর কি হতে পারে? সরকারের কর্তাব্যক্তিরা কি সেটা দেখেছেন? অবশ্য এই বোবা-কালা সরকারের কাছে আকুতি জানিয়ে লাভ নাই! এই BAL সরকার দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে তা একমাত্র সৃষ্টিকর্তাই জানেন! হাজারো শিশুর অব্যক্ত কান্নায় ভেঙ্গে যাক এই দানব সরকারের কালো হাত! এই ছবিগুলো তাহলে আগামীকাল থেকে শুধুই স্মৃতি?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।