আমাদের কথা খুঁজে নিন

   

চর/মাঝির ভেতরে থাকে শিশুদের মন। আমার সঙ্গে থাকে ঢেউ আর পাখি। একা একা পাড়ে বসে নাও আর ট্রলারের বড় ছবি আঁকি।

বিজ্ঞানী কলিন্স পড়ে চাঁদে যাওয়ার দোয়া। আমি ইমরান মাঝি দেখো ছইয়ের মধ্যে শোয়া তারপর জল। মাছ ধরা কল, ভাসে আর নাচে। বহু দুরে আলো দেখি, জেলেদের ঘর গুলো কাছে। ।

বালু আর বালু। ভালো হয় ধান আর আলু। নেই গাড়ি ঘোড়া। গরু আর ভেড়া দেখি বিশ কুড়ি জোড়া। সারা দিন ছাড়া থাকে।

পাখি আছে লাখে লাখে। আর আছে ঢেউ। শূন্য বালির চরে একা আমি আর নেই কেউ। পাতার নাড়ার ঘর। সামনে বালির চর।

পেছনে কেওড়া বন । মাঝির ভেতরে থাকে শিশুদের মন। আমার সঙ্গে থাকে ঢেউ আর পাখি। একা একা পাড়ে বসে নাও আর ট্রলারের বড় ছবি আঁকি। সন্ধ্যা হয়ে আসে ।

আলোরা নদীতে ভাসে। আরও দেখি চাঁদ আর বড় বড় তারা। ফিরে আসি ঘরে আমি হয়ে দিশাহারা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।