আমাদের কথা খুঁজে নিন

   

টাঙ্গাইল-৫

মেনর কিবতা েলখা হেয় উেঠ না কােজর চােপ । আদালতের রায় অনুসারে বিএনপি প্রার্থী মাহমুদুল হাসানকে টাঙ্গাইল-৫ আসনের এমপি হিসেবে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশের কাজ এগিয়ে চলেছে। সোমবারই এ গেজেট প্রকাশিত হবে। টাঙ্গাইল-৫ আসনের এমপি নির্ধারণের বিষয়ে সোমবারই বৈঠক করে আবুল কাশেমের সংসদ সদস্য পদ বাতিল ও মাহমুদুল হাসানকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বাংলানিউজকে জানান, ‘আদালতের নির্দেশনা অনুযায়ী সব কিছুই করা হচ্ছে।

বৈঠকের সিদ্ধান্ত অনুসারে গেজেট প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন সচিবালয়। সোমবারের মধ্যেই গেজেট প্রকাশের মাধ্যমে মাহমুদুল হাসানকে এমপি হিসেবে ঘোষণা করা হবে। ’ উল্লেখ্য, আদালত টাঙ্গাইল-৫ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য আবুল কাশেমের সংসদ সদস্য পদ বাতিল করে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মাহমুদুল হাসানকে এমপি হিসেবে বিজয়ী ঘোষণা করেন। আবুল কাশেমের সংসদ সদস্য পদ বাতিল করে গত ২৯ এপ্রিল আপিল বিভাগের দেওয়া রায়ের কপি ইসিতে পৌঁছে। এ বিষয়ক এক কার্যপত্রে বলা হয়েছে, যেহেতু আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন, সেহেতু নির্বাচনী এলাকা ১৩৪ টাঙ্গাইল-৫ এ গত জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট প্রাপ্ত প্রার্থী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসানকে বিজয়ী ঘোষণা করার বাস্তবায়নের বাধ্যবাধকতা রয়েছে।

হাইকোর্ট বিভাগের রায়ে আদেশ প্রাপ্তির পরবর্তী ৭ দিনের মধ্যে রায় বাস্তবায়নে যে নির্দেশনা রয়েছে এ বিষয়েও কার্যপত্রে কমিশনকে অবহিত করা হয়েছে। আগামী বুধবার ৭ দিন শেষ হওয়ার আগেই ইসি এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও গেজেট প্রকাশের কাজ শেষ করতে যাচ্ছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।