আমাদের কথা খুঁজে নিন

   

গুম-খুন, হরতাল নয় -সম্ভাবনার দ্বার উন্মোচনে হিলারির তাৎপর্যপূর্ণ সফর।

|মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বাংলাদেশ সফর কূটনৈতিক, ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক তথা সার্বিক বিবেচনায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও বাংলাদেশের অনুকূলে গুরুত্বপূর্ণ ফলাফল আনবে বলে আশা করা যায়। তিনি বেইজিং থেকে ঢাকা এসেছেন, এরপর কলকাতা হয়ে দিল্লি যাচ্ছেন। তাঁর সফর তিন দেশের চার শহরকে যে একসূত্রে গ্রথিত করেছে, তার সুগভীর তাৎপর্য অনস্বীকার্য। এর সঙ্গে যুক্ত হয়েছে ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জির প্রায় সমান্তরাল সফর। তার আগে এসেছেন জাপানের উপপ্রধানমন্ত্রী কাতসুইয়া ওকাদা।

তিন দিনে তিন পরাক্রমশালী দেশের তিন প্রধান নেতার সফর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য নতুন ভূ-রাজনৈতিক সমীকরণ তৈরি করল। যৌথ ঘোষণায় দ্বিপক্ষীয় সহযোগিতা নিবিড় করতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র অংশীদারি সংলাপ আয়োজনে সম্মত হয়েছে। এটা বাংলাদেশের এক বিরাট সম্ভাবনার দ্বার উন্মোচন করল। দুই দেশের মধ্যে নিয়মিত বৈঠকে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত পণ্য রপ্তানি থেকে শুরু করে অন্যান্য আর্থবাণিজ্যিক ও কূটনৈতিক সুবিধার বিষয় উত্থাপন করতে পারবে। অন্যদিকে বাংলাদেশকে সতর্ক থাকতে হবে।

কারণ, এর আওতায় সন্ত্রাসবিরোধী লড়াই থেকে শুরু করে আন্তরাষ্ট্রীয় সংঘাত নিরসনের যাবতীয় বিষয় আসবে। সেখানে বাংলাদেশের স্বার্থ রক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিশ্চিত করার কূটনৈতিক সক্ষমতা বাংলাদেশকে অর্জন করতে হবে। গুম-খুন, হরতাল ও ধরপাকড়ের বিষয়গুলো এ সফরের ইতিবাচক দিকগুলো ম্লান করেছে। মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সমুদ্রসীমা নিষ্পত্তি এবং ভারতের সঙ্গে এ প্রক্রিয়ায় অগ্রসর হওয়ার বিষয়টি ইতিবাচকরূপে মূল্যায়ন করে হিলারি বলেছেন, এতে সম্পদ আহরণের সুযোগ পাবে বাংলাদেশ। বিস্তারিত_ ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।