আমাদের কথা খুঁজে নিন

   

যা আপনাকে জানিয়ে দেবে নেট স্পীড এর নাড়ি নক্ষএ

লিখতে ভালোবাসি যাস্ট আমরা অনেকে নেট ব্যবহার করি অথচ যানিনা যে কত ঘনটা নেট ব্যবহার করলাম,কত স্পীড পেলাম,কত MB ডাউনলোড করলাম আর গড় স্পীডইবা কত পেলাপ। কারন অনেকে এটি জানার চেষ্টাই করিনা। কিন্তু আমরা যারা লিমিটেড নেট স্পীড করি তাদের জন্য DU Meter যা আপনাকে জানিয়ে দেবে নেট স্পীড এর নাড়ি নক্ষএ। জানতে চাইলে এদিকে আসুন। এটি জানা খুবই গুরুত্বপূর্ণ।

এমনকি যারা আনলিমিটেড নেট ব্যবহার করি তাদের জন্যও। আর তাই আমাদের এই জানার ব্যবসহাকে সহজ করে দিয়েছে DU Meter নামক একটি সফটওয়্যার। যার কাজ হল সবসময় আপনাকে নেট স্পীড এর আপডেট খবর জানানো। তো চলুন জেনেনেই আপনি কি কি জানতে পারবেন বা করতে পারবেন। DU Meter এর ফিচার সমূহঃ- টাস্কবারে থেকে সবসময় নেট স্পীড জানানো মিনি মোড গ্রাফ বা টেক্সট ডিসপ্লে আপলোড,ডাউনলোড স্পীড আলাদা ভাবে দেখানো দৈনিক,সাপ্তাহিক,মাসিক ব্যবহৃত MB র পরিমাণ কোন ঘণ্টায় কত MB ব্যবহৃত হয়েছে New Stopwatch সুবিধা Total Report দেখানো তো চলুন এখুনি ডাউনলোড করি আর জেনেনেই নেট স্পীড এর নাড়ি নক্ষএ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।