আমাদের কথা খুঁজে নিন

   

১০১ ব্যবসা উদ্যোগ!!!

অলসদের দিয়ে কী আর হয়। আলসেমি ছাড়া! আমাদের দেশে এখন অনেক তরুন –তরুনী (শিক্ষার্থীর মতো কোন লিঙ্গহীন শব্দ দিয়ে বুঝাতে পারলে ভাল হতো। যুবা কি চলে?) এখন আত্মকর্মসংষ্থান করতে চায়। চাইবে না কেন? চাকরির বাজারে বড় আকাল। এই যেমন বিসিএসে ৪২০০ সরকারি পদের বিপরীতে আবেদন করেছে এক লক্ষ ৯৫ হাজার গ্র্যাজুয়েট।

যতো কিছু করুক না কেন, চাকরি হবে কিন্ত ৪২০০ জনের এবং সে জন্য প্রায় ২ বছর সময় লাগতে পারে। বাকী ১ লক্ষ ৯০ হাজারের কিন্তু হবে না! প্রশ্ন হচ্ছে আত্মকর্মসংস্থানের জন্য কী লাগে। ১ নম্বর লাগে সাহস (আমার নাই দেখে কোন ব্যবসা করতে পারলাম না!)। সাহস হলেই শুরু করা যায়। তারপর দরকার আইডিয়া, পূজি ইত্যাদি।

আমাদের দেশে কোন উদ্যোগকেই ফেইল করতে দেওয়া হয় না। অথচ ঘটা করে শেখানো হয় ফেইলিউর ইজ দি ....। আমি বলি আমাদের উদ্যোক্তাদের সাফল্যের সঙ্গে ব্যর্থ হওয়ার সুযোগ দেওয়া হোক। তাহলেই তারা এগোতে পারবে। আরো একটা বিষয়ে আমাদের নবীন উদ্যোক্তাদের সহায়তা করার দরকার।

সেটা হরো বিপদে আপদে তাদের পাশে থাকা। সেটি টাকা পয়সা ছাড়াও হতে পারে। হতে পারে দেখে আমরা গেল বছর ফেসবুকে একটা গ্রুপ খুলেছি -চাকরি খুজব না চাকরি দেব । উদ্দেশ্য পরস্পরকে সাহায্য করা। সেখান থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা শিখেছি।

যেমন টাকা থাকলেই ব্যবসা করা যায় না, ব্যবসা করার জন্য টাকা লাগে ইত্যাদি। অনেক সময় ভুতে টাকা যোগায় ইত্যাদি ইত্যাদি। অন্য অনেক গ্রুপের সঙ্গে এই গ্রুপের পার্থক্য হচ্ছে এর একটি ইশতেহার আছে। ইশতেহারকে কেন্দ্র করে এটির কার্যক্রম বিকষিত হয় পরিচালিত হয়। প্রথম বছর পূর্তি উপলক্ষে আমরা একটা সম্মিলনীরও আয়োজন করেছিলাম গেল মাসে।

সেখানে আমরা ঠিক করেছি আমারা কিছু সহায়ক উদ্যোগ নেবো। একটা হল কিছু অভিজ্ঞতা ও নলেজ শেযারিং সেশন। সেরকম একটি সেশনের উদ্যোগ নিচ্ছি আমরা এখন। এই উদ্যোগের জন্য আমরা আমাদের গ্রুপে যে সব ব্যবসা উদ্যোগ নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা হয় সেগুলো কম্পাইল করা শুরু করেছি। নতুন কিছুও থাকবে।

উদ্দেশ্য হচ্ছে ১০১টি ‘করা যায়’ এমন ব্যবসা উদ্যোগকে চিহ্নিত করা । এই ১০১টি উদ্যোগের সবগুলো সম্পর্কে প্রথমে একটু ধারণা থাকবে। তারপর সেগুলোর বিস্তারিত থাকবে আর একটি দলিলে। সবাই মিলে এই দলিলটি লেখার কাজ আমরা ঐ গ্রুপে শুর করেছি। টানা কিছুদিন কাজ করলে সেটি সম্পূর্ণ করা যাবে।

পরে আমরা এটিকে বই আকারেও প্রকাশ করবো। আমাদের গ্রুপে এখনো টেকিরা সংখ্যারিষ্ঠ। সেজন্য আইটি, ইলেকট্রনিক্স এসবের আধিক্য দেখা যায়। কিন্তু আমরা কেবল প্রযুক্তিতেই থাকতে চাই না। আমরা নানান স্ফিয়ারে কাজ করতে চাই।

এ জন্য এখানে প্রায় সব ধরণের আইডিয়া আমরা শেয়ার করবো। কারো কোন আইডিয়া থাকলে সেটি শেযার করা যাবে। তবে, কারো যদি কোন মেধাস্বত্ত্বের ঝামেলা থাকে তাহলে সেটা শেয়ার করার দরকার নাই। স্বত্ত্ব ত্যাগ করে এই ডকে লিখতে হবে। সবার সেকেন্ড ডিফারেন্সিযাল নেগেটিভ হোক।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।