ইদানিং ফেসবুকে স্পামিং এর পরিমাণ মাত্রাতিরিক্ত বেড়ে গেছে। কি সব নিউ লুক ফেসবুক, প্রোফাইল ভিজিটর ইত্যাদি নামে স্প্যামিং চলছে। আপনি যখন এসব লিংকে ক্লিক করছেন বিভিন্ন গ্রুপে আপনার নামে অটো পোস্ট হচ্ছে। আবার আপনার টাইম লাইনে পোস্ট হয়ে আপনার ফ্রেন্ডদের কে অটো ট্যাগ করছে। এতে একদিকে আপনি যমন বিব্রত হচ্ছেন, অন্য দিকে আপনার ফ্রেন্ডরা এবং গ্রুপের অন্য সদস্যরা বিরক্ত হচ্ছে।
এই অপ্রত্যাশিত সিচুয়েশন থেকে বাঁচার উপায়ঃ
১) কোন লিংকে ক্লিক করার আগে ভাবুন আসলেই আপনার ঐ সাইট ভিজিট করার দরকার আছে কিনা। যেমন ধরুন, লিংকে লেখা আছে "হট অমুক নায়িকা"। এখন চিন্তা করুন, অমুক নায়িকাকে আপনার ফেসবুক থেকে কেন দেখতে হবে? গুগলতো আছেই। "হট অমুক নায়িকা" লিখে সার্চ দেন। সবই পাওয়া যাবে।
শুধু শুধু ফেসবুক নোংরা করার কি দরকার?
২) আপনার প্রোফাইল কে কে ভিজিট করেছে তা জানা কি খুবই জরুরী? যদি জরুরীও হয় তবুও করার কিছু নাই। কারন প্রোফাইল ভিজিটর দেখার সিষ্টেম ফেসবুকই রাখে নাই। এটা দেখার যদি সিষ্টেম থাকতো ডাইরেক্ট ফেসবুকের নোটিফিকেশন থেকেই জানা যেত।
৩) এরপরও যদি মনে হয় আপনার দেখতে্ই হবে ওখানে কি আছে, তাহলে লিংকের উপর মাউসে রাইট বাটনে ক্লিক করুন। "Copy Link Location" বা "Copy Link Address" -এ ক্লিক
করুন।
ফেসবুক থেকে লগ আউট করুন বা নতুন আরেকটি ব্রাউজার খুলুন। এখন নতুন খোলা ব্রাউজারের অ্যাড্রেস বারে কপি করা লিংটি পেস্ট করে ভিজিট করুন। যদি বলে, পেজটি দেখতে আপনাকে ফেসবুকে লগইন করতে হবে, বুঝবেন এটা একটা স্প্যাম এবং আপানকে বাঁশ দেওয়ার ধান্দা করতেছে। এটা আর দেখার দরকার নাই। আর যদি কোন ঝামেলা ছাড়া দেখতে পারেন তাহলে তো খুব ভাল।
লেখাটা বাধ্য হয়ে লিখলাম। আমি অনেকগুলা গ্রুপের সাথে জড়িত। এবং বিগত কয়েক দিনে আমি এইসব ফালতু নোটিফিকেশন পেতে পেতে মোটামুটি শেষ হয়ে গেছি। আমার লেখায় আবার কেউ মাইন্ড খাইয়েন না। যাতে অন্তত আমার ফ্রেন্ড লিস্টের কেউ আর এই ভুলটি না করে এজন্যই এটা লেখা।
কারন আমার নিউজ ফিডে এমন লিংক থাকলে অসাবধাণতাবশত ক্লিক পড়ে যেতে পারে
ফেসবুক লিংক ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।