ঈশ্বর! সরে দাঁড়াও... উপাসনার অতিক্রান্ত লগ্নে তোমার স্বর্গের শাদা মেঘেরা আজ শুকনো নীল... বাতাসে মিশে রবো তোমার যাত্রা পথে ঘাসফুল হব আমি খোঁপায় রেখো বেঁধে এত কাছে ছিলে, তবু হাত বাড়িয়ে ছুঁতে পারিনি ওই মেঘ-রঙ চোখের ধূসরতা মুছে দিতে পারিনি বৃষ্টির মতো তোমায় ঝরে পড়তে দেখেছি করপটে অবরুদ্ধ করে আগলে রাখতে পারিনি পুরনো কথায় নতুন সুর বসাতে গিয়ে গানটাকে করেছি ছন্নছাড়া কবিতা এক কথার মায়ার তোমায় বাঁধতে গিয়ে গড়েছি মিথ্যে মোহের প্রাসাদ অভিমান রেখো না অভিশপ্ত অনুভূতি নিয়ে তোমার কাছে আর আসবো না প্রশ্নবিদ্ধ প্রতিশ্রুতির জালে তোমায় আর জড়াবো না মেঘবালকের মিথ্যে গল্প বলে আর ঘুম পাড়াবো না ভালো থেকো সুপর্ণা আমি আর আসবো না! অথবা, হয়ত বাতাসে মিশে রবো তোমার যাত্রা পথে ঘাসফুল হব আমি খোঁপায় রেখো বেঁধে... মিথ্যেবাদী আমি আমায় ক্ষমা কোরো না তুমি শুধু- তোমার গাঢ় চোখের তারায় আমাকে সমাহিত কোরো জল-সমাধি দিয়ো আমায় বৃষ্টিভেজা ঘাসের ঘ্রাণে। ১২.০৪.২০১২
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।