আমি যে কেনো কাঁদি , জন্মাবধি ! বৃষ্টি-দগ্ধ হয়ে ডুবে থাকি কারো তন্দ্রাহত দৃষ্টির গভীরে ... গোপনীয় আঁধারে মিশে যাবে মহাজাগতিক জ্যোৎস্না বিলাপ , অ্যাক্রিলিক এসেন্স অথবা অয়েল কালারে কোন এক বিভ্রান্ত শিল্পী - ধীরে ধীরে এঁকে যাবে এক সুপ্রাচীন বন্ধ্যা গোলাপ ! প্রিয় সাদা যুবতীর হাতে দৈনন্দিন , শোভা পাবে সেই গন্ধহীন বিমূর্ত ফুল , আর সান্ধ্য হাওয়ায় উড়ে উড়ে যাবে তার - অনিচ্ছুক বন্ধনী-বিহীন খোলা চুল । আর আমি মধ্যরাতে গোলাপের নিচে বসে , আমৃত্যু শুনে যাব - হন্তক মৎস্য শিকারিদের আকস্মিক নীরবতা , অথবা এক মায়া হরিণীর বিষাদ গান , সুপ্রতিষ্ঠিত অজস্র বিষণ্ণ ক্লান্তি আর - গোলাপিয় নির্যাস একসাথে মিশিয়ে - গ্লাসে নিয়ে প্রাত্যহিক করব পান । জানি কোনদিন কাটিবে না আমার এই অন্ধ অরণ্যঘোর, আঁধারে বসে নিয়মিত দেখে যাব - কবরের রন্ধ্র পথে উঠে আসা অপার্থিব মিথেনের নির্বাণ , অথবা শুনে যাব অজস্র মৃতদের আহাজারি । হয়তো ইতস্তত রেডিয়াম জিরাফের ফসিলে পা দিয়ে হেঁটে আসবে অকস্মাৎ এক সুপরিচিত শুভ্র নারী । হাতে থাকবে প্রজ্বলিত কবরের পৌরাণিক এপিটাফ , পঠিত হবে কোন এক সুপ্রিয় ফুলের ঘ্রাণে - " ইউক্লিডীয় উপপাদ্য জনিত ক্লান্তি অথবা ইরিডিয়াম বিভ্রম ঝেড়ে ফেলে চলে এসো সুশীতল জ্যোৎস্না বিজ্ঞানে ! " ***
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।