মানুষ আজাইরা থাকলে একটু সাহিত্য চর্চা কইরা মজা নেওয়ার চেষ্টা করে। আমিই আর ব্যতিক্রম হইতে যামু কেন! যদিও হাতের লেখা ভালো না, তাও ২/১ অক্ষর লেখলে যদি মানুষ পড়তে পারে, তাইলে আর ক্ষতি কি!! বিসমিল্লাহির রহমানির রহিম।
একা একা বসে থাকতে থাকতে মানুষ ত্যক্ত-বিরক্ত! আর দেশের এমনিতেই যা অবস্থা!! এখন প্রযুক্তির যুগ। রোবট দিয়ে মানুষ সব কাজ করাবে এমন চিন্তাই করা হয়। আচ্ছা, বিনোদনের জন্য যদি একটা রোবট পাওয়া যায়, কেমন হবে?
হ্যাঁ, সেই রোবটের কথাই বলছিলাম।
এরই মধ্যে (অনেক আগেই) অনেক company ই এমন রোবট বানিয়ে ফেলেছে। sample হিসেবে আপনাকে রোবটের সাথে আলাপের সুজুগও দিচ্ছে free! তারা দাবি করে, এসব রোবট অনেক কাজেই সক্ষম। বিশেষ করে online customer service অথবা call center এর কাজ এরা সহজেই করতে পারবে বলে তাদের ধারণা।
শুধুমাত্র computer এই না, আপনার mobile এ apps হিসেবেও download করে নিতে পারেন এটিকে। তবে হ্যাঁ! টাকা দিয়ে না কিনার আগে তার সাথে আলাপ করতে হলে online এ থাকতে হবে!
আপনি নিজে কতটা বুদ্ধিমান, তার উপর নির্ভর করছে আপনি কতটা বিনুদুন পাবেন তার কাছ থেকে! আপনি প্রশ্ন করে তাকে ফাঁদে ফেলার চেষ্টা করবেন, কথার পেঁচে ফেলবেন, দেখবেন সে মজার মজার উত্তর দেয়!!
যেমন তাকে বলেছিলামঃ hi dog!
সে উত্তর দিলোঃ hi cat!
আমিঃ Why should i marry?
সেঃ To make a factory!
ওহ! বলাইতো হলো না website এর ঠিকানাটা!
এটা হলোঃ http://www.cleverbot.com
তো হয়ে যাক বিনুদুন! কেমন বিনুদুন নিতে পারলেন জানিয়েন।
ধন্যবাদ।
(বি.দ্রঃ এটি অনেক আগেই বের হয়েছে, যারা দেখেননি, পোস্টটি মূলত তাদের জন্য। ) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।