আমাদের কথা খুঁজে নিন

   

।। ক্ষতি ।।

বাঙলা কবিতা যদিও ছিলে__ সরস্বতী, স্বপ্নবতী; তুমি আমার গোলাপ-ঝাড়ের শেকড় ছিঁড়ে পট-ভর্তি সরস বাছাই বীজীধানের ভ্রূণ পুড়িয়ে চলে গেছো__ নিরুদ্দেশে; ভাবছো, আমার বাগান-ক্ষেতে গোলাপ-ধানের চাষ হবে না? বিকল্পে ধান, গোলাপ হলো, ভিন্ন বেশে। চাষ তো হলোই__ দু'এক রতি, কিন্তু আমার স্বপ্নচাষের এমন ক্ষতি! যদিও নদীর আরেক তীরে নতুন দিনের কোমলমতি কাম-বকুলের ঘ্রাণ উড়িয়ে ডাকছে তোমায়__ পয়মন্ত, ফলনবতী; ফল-ফলনের নিবিড় ঘেঁষে আজকে আবার দোনামোনা হৃদয় নিয়ে যেতে যেতে ভাবছি, আমার এমন ক্ষতি__ অথচ মন-মন্দিরে রয় নিরুদ্দিষ্ট সরস্বতী!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।