:[ সুপ্রিয় ভাইয়া মণি / আপুনি গণ , সালাম লৈবেন ! আশা করি বেঁচে আছেন! আমার গত পোস্ট এ তে বলেছিলাম , আমাকে সেফ না করা পর্যন্ত কোন পোস্ট দিবো না । অনেক অভিমান করে অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও তাই পোস্ট প্রসব করিনাই ! অবশেষে , দীর্ঘ ১ বছর ৭ দিন পর !!! দেখিলাম গত রাত্তিরে আমি সেফ হইয়াছি !!! সাথে সাথে গর্ভবতী হইয়া পোস্ট প্রসব করিবার অভিপ্রায়ে লেবার রুম এ ( মানে রাইটিং প্যানেল আর কী ) আসিলাম ! আমার গত পোস্ট টী সম্পূর্ণরূপে শেষ করিতে পারিনাই ! এবার ঠিক ঐ অংশ থেকেই সরাসরি লেখা এবং ছবি দেয়া আরম্ভ করছি , ঊকে? আসেন, ফিরে যাই ঢাকায় , চলেন ডিপজলের(সেমি-সমর্থিত সূত্র) গাড়ি দেখি- বেক্সিমকো গ্রুপ এর কোন এক ডাইরেক্টর এর কোন এক সুযোগ্য পুত্রর পরশে ৯৯৬(yellow 996 Turbo w/ black TechArt rims) টার্বো গাড়ি- নিচের সাদা পোরশে White 996 Carrera 4S টাও বেক্সিমকো গ্রুপ এর বাংলাদেশে দুইটা লোটাস গাড়ি আছে (লোটাস কামালের গাড়ি না কিন্তু আবার !!!) একটা হই্ল Blue Elise , আরেকটা হইল blue-grey Exige Cup S240....... একটা বেঙ্গল গ্রুপ এর আরেকটা হইল মুসা খান নামক ফ্যামিলির ! নিম্নে সেই দুইটা গাড়ির ছবি দিলাম- বৈশাখী চ্যানেল এর মালিক জনাব জনাব বুলু এর গাড়ি দেখুন আর টাশকিত হউন- মারসিডিস সি-ক্লাস নিচের লিঙ্কন টাউন গাড়িটা চট্টগ্রাম এর সম্ভবত , এই গাড়ি এক পিস ই আছে বাংলাদেশ এ , অনেক আগে তোলা , এখন কোথায় কে জানে হুম ..............প্রথম পর্বের এখানে সমাপ্তি টানা টা উচিত হবে , কারন এরপর থেকে যেসব গাড়ির ছবি দিবো তাদের মালিকরা ওতটা সুপরিচিত নন , তাই ব্র্যান্ড ভিত্তিক গাড়ির রেন্ডম ছবি দিলেই মনে হয় ভালো হবে ! পর্ব ২ ; বিএমডব্লিউ/মারসিদিস দেখিবে যখন , পূর্বের মতন মুখ হা করিয়া চাইয়া থাকিওনা এখন !!! জি ভাই ! রাস্তায় উপরোক্ত গাড়ি গুলোর কিছু ব্র্যান্ডের গাড়ি রাস্তায় দেখিলে আগে যেমন হা করিয়া, মাথা ঘুরাইয়া তাকিয়ে তাদের মনে আত্মতৃপ্তি জাগ্রত করিয়া দিতেন , তাহা করিবার দিন শেষ , ভ্রাতা ! এর কারন হল বর্তমানে উপরোক্ত দুটি ব্র্যান্ড এর গাড়ির কিছু সিরিজ ( সম্ভবত বিএমডব্লিউ ৩ অথবা মারশিডীস ই ক্লাস ) আমাদের পার্শ্ববর্তী ভারত মাতার বক্ষে জোড়া লাগানো হয় ( মানে এসেম্বলিং করা হয় আর কি !! ), ভক্স ওয়াগন এর মতো । তো এর ফলে ওইসব নির্দিষ্ট ( আমি বলছিনা কিন্তু সব ) মডেল এর গাড়ি আনলেও , রাস্তায় চালালেও , সোজা ভাষায় যদি বলি " অতো পার্ট হয় না ! " আর কি এবার তাহলে চলেন ব্র্যান্ড ভিত্তিক গাড়ি দেখা শুরু করি বিসমিল্লাহ ! প্রথমে দেখি হামার ব্র্যান্ড এর গাড়ি ! বাংলাদেশে এখন পর্যন্ত তিনটি হামার গাড়ি দেখা গিয়েছে( আমার চোখে ) , দুটি ঢাকায় , একটি চট্টগ্রাম এ ! উপরের গাড়িটি একজন এম পির , নাম বলুম না এবার দেখি চলেন কেডিলাক এর গাড়ি, এই ব্র্যান্ড এর গাড়ি আমেরিকায় তৈরি হয় , উপমহাদেশ এ জাপানি গাড়ির আধিপত্যের কারনে এইশব গাড়ি অনেক কম আসে ........... কিন্তু বাংলাদেশ এ আসা ঠেকায় কে !!! নিচের গাড়িটা কেডিলাক সিটু এস সিরিজ এর উপরের ছবি দেখে বুঝতে পারবেন যে এইটা বাংলাদেশই আছে !! নিচের কেদিলাক সাভ টা তা ও একজন এম পি র , নাম বলুম না এবার চলেন দেখি ক্রাইসলার ব্র্যান্ড এর গাড়ি , একটা কথা বলি , এই গাড়ির ক্ষেত্রেও একি কথা প্রযোজ্য ,কম দামি , কিন্তু রাস্তায় কম দেখা যায় বলে " পার্ট " আর কি ! এবার চলেন দেখি বিশ্বখ্যাত পোরশে ব্র্যান্ড এর গাড়ি , বাংলাদেশে আমার জানা মতে পরশের তিনটি সাভ জাতীয়( কেয়ানে মেগ্নাম) ও তিনটি/চারটি কূপে ( ৯১১,৯৯৬,টেক আর্ট টার্বো ,বক্সস্টার) ব্জাতীয় গাড়ি আছে , চলেন দেখি - এবার দেখবো কূপে স্টাইলের গাড়ী - এবার চলেন দেখি জাগুয়ার ব্র্যান্ড এর গাড়ী । এঈ ব্র্যান্ড এর নীচে দেয়া এস সিরিজ এর গাড়ীর একটা লট পোর্ট থেকে খালাস হয়েছে , সুতরাং কিছুদিনের মধ্যে এঈ গাড়ী বাংলার রাস্তায় রাস্তায় চলতে দেখবেন- ঊফ, হাঁপাইয়া গেলাম ছবি আপলোড করতে করতে ! আজকে এটুকুই থাক , কেমন ??? ইচ্ছে ছিল গত পর্বের মতো আর ও বর্ণনা যোগ করার , কিন্তু পারছিনা ( মানে সামু দিচ্ছেনা , এডিট করলে পুরো পোস্ট টী হাওয়া করে দিচ্ছে ! ) এর পরের পোস্ট এ থাকবে বীএমডব্লীঊ, মারশীদিস, জাগুয়ার , আঊডী সহ আরও অনেক ব্র্যান্ড এর নামীদামী গাড়ীর ছবি ( এবং অবশ্যই বাংলাদেশী ) এবং আরও আলোচনা করবো গাড়ী গুলি কীভাবে শুল্ক ফাকী দিয়ে আসে বাংলাদেশে , সে ব্যাপারে ! সবশেষে বাংলাদেশি এইসব বিলাসবহুল গাড়ী নিয়ে মজার একটি জোকস এর ছবি দিয়ে পোস্ট টী শেষ করছি । হ্যাপি ব্লগিং !!! গত পোস্ট - ১০ টাকা হাতে ভিখারি , পাশে ১৬ কোটি টাকার ফেরারি !!!! ইট হেপেন্স অনলি ইন বিডি! একটি সচিত্র গাড়ীয় কথন !!! না দেখলে মিস !!! ছবি সূত্র ; CARS of bangladesh(FB),world motor showroom dhk ,google ,BDRC(FB),self-collection ডিসক্লেমার - ইন্টারনেট হতে সংগৃহীত বিধায় উপরে উল্লেখিত গাড়ীর মডেল ও গাড়ীর মালিকের নাম এ ভূল থাকা স্বাভাবিক , ভূল ধরিয়ে দিলে সংশোধন করে দেয়া হবে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।