বাঙলা কবিতা । । নাসের মাহমুদ'র ছড়া । ।
====
বুট পা'তে
---------
কলার খোসায় পা পিছলে
বিব্রত
মাজায় বুকে লাগল আঘাত
তীব্র তো।
যে ফেলেছে কলার খোসা
ফুটপাথে
দাঁত কেলিয়ে হাসছে ব্যাটা
বুট পা'তে।
-------
তিরিশ তলার পূর্বে
-------
আমরা থাকি টিনের ঘরে
তিরিশ তলার পূর্বে,
চাঁদ দেখে যে ঈদ করবো
চাঁদ কখনও ঘুরবে?
বলেছি আজ ছেলে মেয়ে
এবং আমার বিবিকে:
টিভি দেখে ঈদ করবো__
ঈদ করাবার টিভি কে?
নিজের চোখে দেখবো যেদিন
আমরা ঈদের চাঁদ,
সেদিন থেকে ঈদ করবো
ঈদ যাবে না বাদ।
------
পাটকেল
-----
তিনি বললেন__ ঘুঁষি দেবো
আমি বললাম__ দিন,
অমনি একটা ঘুঁষি দিয়ে
খুশিতে ধিন ধিন।
তিনি বললেন__ চড় দেবো যে
আমি বললাম__ হোক,
অমনি একটা চড় লাগালেন
লাল করে দুই চোখ।
তিনি বললেন__ লাত্থি দেবো
আমি বললাম__ আচ্ছা,
অমনি একটা লাত্থি দিলেন
মহারাজের বাচ্চা।
আমি বললাম__ পানি খাবো
তিনি বললেন__ নাই,
ওই মুখে তার বাধ্য হয়ে
থুথু দিলাম তাই।
----
নির্বাচনের জন্য শুধু
----
: ভোটার লিস্টে নাম আছে স্যার
আমায় কিছু গম দ্যান,
নিজের জন্যে রাখবেন তো!
আচ্ছা, না হয় কম দ্যান!
: ভোটার লিস্টে আছে বটে
গমের লিস্টে নাম নাই,
নির্বাচনের পূর্বে তোমার
কাজেই কোনও দাম নাই।
----
মুতং
----
মাথা এমন ঘুরছে কেন?
ভূতে মাথা গুতোং কি?
উতং ফুতং কুতংগুলো
মামদো ভূতের পুতং কি?
কাপড়ে ক্যান ময়লা থাকে,
কারণটা কি? খুতং কী!
লাখে লাখে যাচ্ছে সাবান
কিন্তু কাপড় ধুতং কী!
ভূতং পুতং সবগুলোকে
আচ্ছা মতো জুতোং কি?
কী করিবো, কোথায় যাবো,
ভূতের মুখে মুতং কি?
---------------------
নাসের মাহমুদ(১৯৫৬-) : সত্তর দশকের জনপ্রিয় ছড়াকার, কবি ও কথাসাহিত্যিক।
--------------- ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।