আমাদের কথা খুঁজে নিন

   

কিছু কথা কইতে চাই!!!

রিয়াল ১. আমার বাবা ছোট বেলায় একটা গল্প প্রায়ই বলতেন,দুই ভাই ছিল যারা পড়াশুনা করতে চাইত না,এমনকি পড়াশুনার গন্ধ পেলেও তারা পালাত। যে শিক্ষকই তাদের পড়াতে আসে কোন না কোন উপায়ে তাদের ভাগিয়ে দেয়া হয়। দুই ভাইয়ের যন্ত্রণায় শিক্ষক মহোদয়রা পালাতে বা্ধ্য। কিছুতেই তারা পড়ালেখা করতে চাইত না। শেষে এক শিক্ষক এল।

তিনি দুই ভাইদের খেলার মাঠে নিয়ে গেলেন। বললেন -আমি তোমাদের পড়াব না,শুধু তোমাদের সাথে খেলব। দুই ভাই আড়চোখে তাকায়। -তোমরা কি খেল প্রতিদিন? -আমরা ঘুড়ি উড়াতে পছন্দ করি। -যাও,তোমাদের ঘুড়ি নিয়ে এসো।

দুইজন যখন ঘুড়ি উড়ায়,শিক্ষক একজনকে প্রশ্ন করে- -আচ্ছা মনে কর তুমি তোমার বড় ভাইয়ের ঘুড়িটি কেটে দিলে,কয়টি ঘুড়ি আকাশে উড়বে বলো তো? -কেন একটি। -যদি তোমরা দুই ভাই মিলে তোমাদের বন্ধুদের দুইটি ঘুড়ি কেটে দাও কয়টি ঘুড়ি থাকবে? এইবার ছাত্র মহোদয়ের বোধোদয় হল। -ভাইয়া ভাইয়া এই লোক আমাদের অংক শেখাতে আসছে। দুই ভাই লাটাই রেখে ভোঁদৌড়। সারমর্মঃ একটা সমস্যা হল ইসলামের নাম শুনলেই মনে করি ধর্ম আর বাস্তবতা ভিন্ন বিষয়।

সবাই জানি ইসলাম কি(ঠিক ঐ বালকদয়ের মত-যারা জানে অংক কি)কিন্তু ভয়-ইসলাম মানতে গেলে আমাকে পরিবর্তিত হতে হবে-আমি আমার খেয়ালখুশি মত কাজ করতে পারব না(যেমন অংক করতে গেলে আমি সারাদিন খেলতে পারব না)। ২.আমি ইসলাম মানলেও আল্লাহর কিছু যায় আসে না,আর না মানলেও আল্লাহর কিছু যায় আসে না। অনেক লোক আছে মানার জন্য। না মানলে ক্ষতি আমারই। চাকরি ছেড়ে দিয়ে আসেন না,পরদিনই আপনার বস আরেকজনকে নিয়োগ দিবে!!! - ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।