আমাদের কথা খুঁজে নিন

   

ছবি ব্লগঃ ইট হ্যাপেনস অনলি ইন চায়না!

ঈশ্বর! সরে দাঁড়াও... উপাসনার অতিক্রান্ত লগ্নে তোমার স্বর্গের শাদা মেঘেরা আজ শুকনো নীল... চাইনিজদের রসিকতাবোধ বড়ই অদ্ভুত! বাজারে চাইনিজ নন ব্র্যান্ডেড মোবাইল ফোনগুলো ভালো করে খেয়াল করে থাকলে দেখবেন ব্র্যান্ডের নামের যায়গায় Nokia, Nokla, Suny Ericssen ইত্যাদি নাম লেখা। কাছে থেকে না দেখলে চেনাই যায় না! এই পোস্টেও সেরকম কিছু চীনা প্রতিষ্ঠানের ছবি দেয়া হলো যেগুলো কোন না কোন পশ্চিমা প্রতিষ্ঠানকে অনুসরণ করে বানানো হয়েছে। কয়েকটার বানান তো সেইমাপের। দেখলে না হেসে থাকা কঠিন! আরে বাপ বানাবি তো নিজেদের নামে কোম্পানি বানা! চীন সরকারও আজব! এই নামগুলোর ছাড়পত্র দেয় কিভাবে? (ছবিগুলো সব নাইন গ্যাগ থেকে)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।