আমাদের কথা খুঁজে নিন

   

এসে গেল বিশ্বের সবচেয়ে ছোট গাড়ী।মাত্র ৩৫০ কিলোগ্রাম!!!

হাফ ইঞ্জিনিয়ার সকালে তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠা,এরপর নাস্তা-পানি খেয়েই গাড়ি নিয়ে অনেকেই ছুটেন অফিসে কিংবা কর্মক্ষেত্রে। এরপর গাড়ী পার্কিং করে,লিফটের জন্য অপেক্ষা করে কিংবা সিডি ডিঙ্গিয়ে অফিসে গিয়ে অনেকেই ক্লান্ত হয়ে পড়েন। এছাড়া গাড়ী পার্কিং নিয়ে থাকে টেনশান,চোরে নিয়ে গেল কিনা,দাগ পড়লো কিনা,কেউ কিছু ভেঙ্গে ফেলেছে কিনা!! :x দুঃচিন্তার দিন শেষ!। আপনাদের জন্য এসে গেল বিশ্বের সবচেয়ে ছোট বিদ্যুৎচালিত গাড়ী “Volpe”। খবর-ডেইলি মেইল এই “ভলপে” কার প্রশস্ততায় ১ মিটার ,উচ্চতায় ১.৫ মিটার এবং ওজন মাত্র ৩৫০ কিলোগ্রাম!!!! এই গাড়ী নিয়ে আপনি সহজেই লিফটে উঠতে পারবেন এবং যেকোন ছোট ফাঁকা জায়গায় এমনকি চাইলে আপনার ডেস্কের পাশে চার্জ দিয়ে রেখে কাজ করতে পারবেন।

:lol: যদিও দুরবর্তী জায়গায় ভ্রমনের ক্ষেত্রে এটি তেমন সুখকর হবে না,কারন এটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৩০ মাইল এবং প্রয়োজনীয় ব্যাগ কিংবা জিনিষপত্র বহন করার জন্য পর্যাপ্ত জায়গাও নেই। এই ভলপে গাড়ীর জনক ইটালিয়ান “Bugatti and Lotus” ব্রান্ড এর প্রাক্তন মালিক Romano Artioli এবং স্টাইলিং এর দায়িত্বে ছিলেন নগন্য পরিমানে বাজারে ছাড়া দামি “Aston Martin” এর Zagato। তার মতে এটি একটি মিনি মোটর যা তৈরি করা হয়েছে এমন সাইজে যাতে এটি পার্কিং এর জায়গায় দুটি গাড়ি পার্কিং করার পর এর মাঝখানে যতটুকু ফাঁকা জায়গা থাকে তার মধ্যেবর্তী সাথে পার্কিং করা যায় এমনভাবে। “ভলপে” পরীক্ষামুলকভাবে চালানো হলেও ইউরোপের বাজারে এটি আসবে ২০১৩ এর প্রথম দিকে। আপাতত দাম নির্ধারন করা হয়েছে ৬৫০০ ইউরো।

ছোট মোটরবিশিষ্ট হওয়ার মোটরসাইকেল লাইসেন্সধারীরাও এটি চালাতে পারবে বলে মনে করা হচ্ছে। ভলপের আরো কিছু ছবি দেখুনঃ ভিডিওঃ লেখাটি পুর্বে টেকস্পেট এ প্রকশিত। টেকস্পেটের এ সপ্তাহের জনপ্রিয় আরো কিছু পোস্টঃ ১। উন্মুক্ত করা হল প্রথম এংরি বার্ডস থিমপার্ক ২। রাতের বেলা ব্যবহারের উপযোগী করে নিন আপনার ব্রাউজারকে ৩।

অন্য এন্টিভাইরাস কেন ব্যবহার করবেন উইন্ডোজের নিজস্ব ফ্রি শক্তিশালী এন্টিভাইরাস থাকতে? ৪। রিলিজ হল আরো নতুন সব সুবিধা নিয়ে গিম্প ২.৮  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।