পরাঞ্জয়ী... শুভমিতা ব্যানার্জীর গান অনেকেই ভীষণ পছন্দ করেন। শ্রেয়া ঘোষালের আগে আমিও পাগলের মত তার কিছু গানের ভক্ত ছিলাম। তার " মেঘে ওড়া চিঠি" এ্যালবামের প্রায় সবগুলো গানই অসাধারন। একলা ঘরে জানলায় বসে শুনবার জন্য এর থেকে সুন্দর কিছু আপাতত আমার জন্য নেই। সব থেকে প্রিয় এই গানটা----- আকাশ ভেঙ্গে বৃষ্টি এল ভিজিয়ে কখন দারুন ধুলো বুকে জোড়া ঢেউ, একি রং নিল দিগন্ত কার খবর দিল। আকাশ ভেঙ্গে বৃষ্টি এল ভিজিয়ে কখন দারুন ধুলো......... কোন অজানায়, ইচ্ছে ডানায় মেঘের মোড়া শামিয়ানায় আলতো সুখের এক মুঠো রোদ ইলশে গুড়ি ছুঁয়ে দিল আকাশ ভেঙ্গে বৃষ্টি এল ভিজিয়ে কখন দারুন ধুলো আকাশ ভেঙ্গে বৃষ্টি এল...............। কে যেন স্মৃতির ভীড়ে পিছু টানে বারে বারে চার দেয়ালে, বন্ধ ঘরে আসমানি রং ছড়িয়ে আকাশ ভেঙ্গে বৃষ্টি এল ভিজিয়ে কখন দারুন ধুলো আকাশ ভেঙ্গে বৃষ্টি এল...............। লিংকঃ Click This Link এই গানটিও অসাধারন ----এই তো বন্ধু তোমার পাশে আজ এসেছি আলো জ্বালাও আবার দেখ আমায়, দেখ তোমায় হলুদ স্মৃতির পাতায় ভাব এখন আকাশ কুসুম স্বপ্নেরা অপেক্ষায়............... লিংকঃ Click This Link আরো একটা সুন্দর গান ------তুমি আবার আসবে বলে সাজিয়েছি ঘর আবার আকাশ নীলে লিংকঃ Click This Link এই গানটা আমার দ্বিতীয় ফেভারিট -----অনেক রাতের ভোরে চাঁদ টুকরো হয়ে ঝরে আর আকাশ আমার ঘরে আকাশ আমার আকাশ এই ভোরের বিছানাতে রাত জাগা দুচোখ পেতে......... লিংকঃ Click This Link এ্যালবামের বাকি গানগুলো এখানে পাবেনঃ Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।