ঃঃঃঃ চল বহুদূরে...নির্জনে আড়ালে লুকোই...ঃঃঃ অবশেষে স্পেনে বার্সেলোনার ক'বছরের আধিপত্য খর্ব করে রিয়াল মাদ্রিদ লা লিগা নিজের করে নিয়েছে। গতকাল রাতে এথলেটিক বিল্বাওকে ০-৩ গোলে হারিয়ে রিয়ালের হয়ে প্রথম লীগ শিরোপা জয়ের স্বাদ পেলে মরিনহো-রোনাল্ডো জুটি। রিয়ালের হয়ে হিগুয়াইন, ওজিল ও রোনাল্ডো গোল তিনটি করেন। অন্য দিকে এবারের রানারআপ বার্সেলোনা নিজ মাঠে মালাগার বিরুদ্ধে মেসির হ্যাট্রিকের সুবাদে ৪-১ গোলে জয় পেয়েছে। মেসির ২টি গোল পেনাল্টি সুবাদে পাওয়া। এই দিন তিনি গাড মুলারের গড়া এক সিজনে সর্বোচ্চ (৬৭) গোলের রেকর্ড ভঙ্গ করেন। লা লিগায়ও এখনও রোনাল্ডো (৪৪) থেকে এগিয়ে আছেন মেসি (৪৬)।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।