আমি মানুষ ok মানে অল কারেক্ট বা সবই ঠিক বলে ধরা হলেও বিশ্বের অধিকাংশ মানুষ, তাদের ভাষা ইংরেজি না হলেও কথাবার্তার ফাঁকে ফাঁকে [সম্ভবত ভাব করতে] আমেরিকানদের মতো ok শব্দটি ব্যবহার করে। অধিকাংশ মানুষই কিন্তু নিশ্চিত করে জানেন না, কিভাবে শব্দটি নিজেদের হলো। তবে যেভাবেই হোক, শব্দটি সবাই সহজভাবে গ্রহণ করেছে। বিশ্বাস করুন আর নাই- করুন, এই শব্দটির উৎপত্তি কিন্তু ভারতীয় শব্দ okeh থেকে, আর এর মানে কি জানেন? 'এটা তাই, এ ছাড়া অন্য কোনো পথ নেই'। ok সম্পর্কে আরেকটি বিশ্বাসযোগ্য তথ্য হলো, যুক্তরাষ্ট্রের সপ্তম প্রেসিডেন্ট এন্ড্রু জ্যাকসন ছিলেন আমেরিকান প্রেসিডেন্টদের মধ্যে সবচেয়ে কম শিক্ষিত। মাত্র ১৩ বছর বয়সে যুদ্ধক্ষেত্রে চলে যাওয়ার কারণে তাকে পড়াশোনা ছেড়ে দিতে হয়েছিল। জ্যাকসন 'ঠিক আছে' বলতে সবসময় বলতেন ok অর্থাৎ Oll Kurrect. এ শব্দটিই পরে সংশোধিত হয়ে All Correct হয়। 'ঠিক আছে' বোঝাতে এর চেয়ে মজার সংক্ষেপিত শব্দ আর কি হতে পারে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।