জানতে ভালোবাসি,...তাই প্রশ্ন করি... নাটকের নাম "মাছের মায়ের পুত্র শোক"
আসুন,বসুন,দেখুন......
এর অবাক করা দৃশ্য গুলি দেখে আপনি হতবাক ও নির্বাক হয়ে যেতে পারেন.... কারন এই ধরনের নাটক পৃথিবীর ইতিহাসে বিরল।
দৃশ্য-১
দৃশ্য-২
দৃশ্য-৩
দৃশ্য-৪
দৃশ্য-৫
নাটকের কিছু চুম্বক ডায়লগ আপনাদের নিকট পেশ করা হলো:
ইলিয়াস আলীকে নিয়ে প্রধানমন্ত্রীর কিছু বক্তব্যঃ
‘বিরোধীদলীয় নেত্রী তাকে বলেছেন, তুমি লুকিয়ে থাকো। আন্দোলনের ইস্যু পাচ্ছি না। নিজের দলের একজনকে গুম করার অভিযোগ তুলে তিনি হরতাল দিয়েছেন। মারামারি, কাটাকাটি করছেন।
’ (১৯-০৪-২০১২)
“যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতেই বিরোধী দল ইলিয়াস আলীর ঘটনা ঘটিয়েছে। ” (২৫-০৪-২০১২)
সবশেষ গতকাল(০১-০৫-২০১২) টঙ্গীতে শ্রমিক লীগের সমাবেশে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “বিএনপির এক নেতা গুম হয়ে গেছেন। গত বছরও ওই নেতা গুম হয়ে গিয়েছিলেন। যখন পত্রিকায় লেখালেখি হল, তখন তিনি হাজির হয়ে বললেন যে, চিকিৎসার জন্য তিনি ব্যাংকক গিয়েছিলেন। ”
নাটকের সকল দৃশ্য ও ডায়লগ গুলির নাট্যকার হলো প্রথম আলো
বিঃদ্রঃ দৃশ্যের প্রতিটি চরিত্র গুলি আপনাদের পরিচিত।
দেশের প্রধান কর্তা ব্যক্তির এমন উপহাস মূলক সাক্ষাতকারকে ধিক্কার জানানোর জন্য এভাবে উপস্থাপন করলাম। কেউ দূঃখ পেলে ক্ষমা চেয়ে নিচ্ছি।
কারণ সাগর-রুণির হত্যার পরও আমরা দেখেছি তিনি কি করেছেন আর করছেন। ফলাফল শূন্য।
আশা করি আপনারা মুল বিষয়টি বুঝতে সক্ষম হয়েছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।