আমি গর্ব করি--কারণ আমি মুসলিম। আমি গর্ব করি-- আমি রাসুল(স.) এর একজন উম্মত। আমি আমার বাবা-মা কে নিয়ে গর্ব করি। আমি গর্ব করি--কারণ আমি একজন বাঙগালী। ..... চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সরকারী বিশ্ববিদ্যালয়েরএকটি।
এটি চট্টগ্রাম শহর থেকে প্রায় ২২ কিলোমিটার উত্তরে হাটহাজারী থানার ফতেপুর ইউনিয়নের জোবরা গ্রামে পাহাড়ি ও সমতল ১৭৫৪একর ভূমি জুড়ে বিস্তৃত। প্রাকৃতির নৈসর্গিক পরিবেশ বেষ্টিত এ ক্যাম্পাস ১৮ই নভেম্বর, ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়।
৭ টি একাডেমিক ভবনের মধ্যে ''জীব বিজ্ঞান অনুষদ''(এখনো নির্মাণাধীন) হচ্ছে ৫ম। এটি বাংলাদেশ তথা দক্ষিণ-এশিয়ার সবচেয়ে বড় একাডেমিক ভবন। এ ফ্যাকাল্টির কার্যক্রম শুরু হয় ০১ফেব্রুয়ারী,২০০৭ইং।
সবুজের সমারোহ ও পাহাড়-ঘেরা এ অনুষদের অধীনে যেসব বিভাগ রয়েছে তা হচ্ছে-
*উদ্ভিদবিদ্যা বিভাগ
*প্রাণিবিদ্যা বিভাগ
*মাইক্রোবায়োলজি বিভাগ
*প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ
*মৃত্তিকা বিজ্ঞান বিভাগ
*ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ
*জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজী বিভাগ
*মনোবিজ্ঞান বিভাগ
*ফার্মাসী বিভাগ
Click This Link
সবাইকে স্ববান্ধবে অপরুপ সুন্দর্যের এ ক্যাম্পাস এ আমন্ত্রণ জানাচ্ছি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।